লক্ষ তারার মাঝে তুমি একটি তারা লিরিক্স | তাওহিদ জামিল একজন বাংলাদেশী ইসলামি গায়ক। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের একজন জনপ্রিয় শিল্পী। তিনি একজন গায়ক, লেখক, অভিনেতা এবং ডিজাইনারও।
লক্ষ তারার মাঝে তুমি একটি তারা লিরিক্স | Lokkho Tarar Majhe Tumi Ekti Tara Lyrics | Tawhid Jamil । Ahnaf Khalid

লক্ষ তারার মাঝে তুমি একটি তারা লিরিক্স :
লক্ষ তারার মাঝে তুমি একটি তারা
যার লাগি পাগল এই বসুন্ধরা (৩)
আলোক রস্নিতে যার হয় উজালা (৩)
সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা (২) (ঐ)
আকুল পৃথিবী যার পরশ লাগি
ফুল পাখী যার প্রেমের অনুরাগী (৩)
যে ফুলের সৌরভে মন উতলা (৩)

সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা (২)
যে নাম বোকেতে আছে সব মুমিনের
সেরা মানব যিনি সকল যুগের (৩)
যার হাতে আছে কাওছার পেয়ালা (৩)
সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা (২)
যার নামে পাখী গায় কুহু রবে
যার প্রেমে নদী বহে কলরবে (৩)
উতাল সাগর দেয় উর্মী মালা (৩)
সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা (২) (ঐ)

