শহরতলী লিরিক্স | Shohortoli Lyrics | বরাবর শহরতলী | Borabor Shohortoli

শহরতলী লিরিক্স | বরাবর শহরতলী | Borabor Shohortoli

 

শহরতলী লিরিক্স | Shohortoli Lyrics | বরাবর শহরতলী | Borabor Shohortoli

 

শহরতলী লিরিক্স | Shohortoli Lyrics | বরাবর শহরতলী | Borabor Shohortoli

 

শিরোনামঃ প্রস্থান

গীতিকবিতাঃ মিশু

সুরঃ মিশু কবিতাঃ শামসুর রাহমান

ব্যান্ডঃ শহরতলী

অ্যালবামঃ বরাবর শহরতলী

 

শহরতলী লিরিক্স :

“তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি নি,
আমাকে মন থেকে মুছে ফেলবে,
তুমি আছ এই সংসারে, আছ বারান্দায়,
মুখ দেখছ আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল,
দেখছ, দেখছ তোমার সিঁথি বেয়ে পেরিয়ে গেছে,
অন্তহীন উদ্যমের মধ্যে…
দেখছ, তোমার হাতের তালুতে ঝলমলে জ্বলছে রুপালী স্বপন…”

শহরতলী লিরিক্স | Shohortoli Lyrics | বরাবর শহরতলী | Borabor Shohortoli

চলে যাওয়ার পথে, পিছু ফিরে দেখ আমাকে,
আছ শুধু তুমি এই হৃদয়ে…
ভালোবাসি শুধু তোমাকে, ভুল বুঝনা এই আমাকে,
না পাওয়ার বেদনা কাঁদে নীরবে…
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|

“আমাকে, আমাকে মন থেকে মুছে ফেলে,
তুমি অস্তিত্তের দুহাতে ফোটাচ্ছ ফুল,
আমি, আমি ভাবতেই পারি না, যখন ভাবি,
হঠাৎ, হঠাৎ করে একদিন, আমাকে ভুলে যেতে পার,
যেমন, যেমন ভুলে গেছ, অনেক দিন আগে পড়া কোন উপন্যাস,
তখন, তখন ভয়ে কালো কামিজ পরে হাজির হয়ে আমার সামনে পায়চারী করে ঘন ঘন মগজের মেঝেতে…”

স্বপ্নীল সেই স্মৃতিতে, ফিরে আসার সেই আশাতে,
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে ||
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|

“তখন, তখন একটা বুনো ঘোড়ার ক্ষুরের আঘাতে,
ক্ষত-বিক্ষত হয়ে আমাকে, আর আমার আর্তনাদ,
তখন ঘুরপাক খেতে খেতে অবশুন্য হয়ে পরে নিশ্ছুপ এক সময়,
যেমন, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভুমিতে…”

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নিশ্চুপ নিরবতা তোমার, হৃদয় যেন আমার,
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে,
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|

“বিদায় বেলায় সাজ-টাজ আমি মানি না,
আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি-বিস্মৃতির প্রান্তর পেরিয়ে,
শাড়ির ঢেউ তুলে, সব অশ্লীল চিৎকার, সব বর্বর পচা স্তব্ধ করে ফিরে এসো তুমি,
ফিরে এসো স্বপ্নের মত চিলেকোঠায়,
মিশে যাও, মিশে যাও, হৃদস্পন্দনে আমার, হৃদস্পন্দনে আমার…” (শেষ)

 

আরও দেখুনঃ

Leave a Comment