“শীতের বাতাসে” আধুনিক বাংলা কবিত্বধর্মী গানের এক অনন্য সংযোজন। তরুণ গায়ক আসির আরমান তাঁর নিজস্ব আবেগময় কণ্ঠে গানটিকে আরও গভীর ও ভাবপূর্ণ করে তুলেছেন। গানের কথায় প্রেম, অনিশ্চয়তা, দ্বিধা, বেদনা এবং কবিত্বময় রূপকের দাপট শ্রোতাকে অন্য মুগ্ধতায় পৌঁছে দেয়। কখনো নদীর স্থবিরতা, কখনো দাবানলের ধ্বংসস্তূপ, কখনো লুডুর ঘরের অনিশ্চিত সৌভাগ্য—সব মিলিয়ে গানের শব্দচিত্র অত্যন্ত ব্যতিক্রমী। এই লিরিক আধুনিক বাংলা গানের ভেতরে আবেগ, দর্শন ও রূপকের মিলিত সঙ্গীতরূপ।
গান সম্পর্কে সংক্ষেপে
- গানের নাম: শীতের বাতাসে
- শিল্পী: আসির আরমান
- ধরন: আধুনিক কবিত্বধর্মী বাংলা গান
- থিম: প্রেম, অনিশ্চয়তা, দুঃখ, স্বধর্মের প্রশ্ন, কবিত্ব ও রূপক
শীতের বাতাসে লিরিক্স
শীতের বাতাসে তোমার পালানোর
আগাম নিশানা!
আমায় ডোবায় স্থবির কালচে
জবুথবুরঙা বুড়িগঙ্গায়।
তখনো, সততা তোমায় আমায় ঠেলে রাখে
নিরাপদ দূরে,
দাবানলে পোড়াবনে ছাই-ঢাকা
চোরাপথে তোমার জোনাকি।
জানো, হাতনিশিপিশানো কথাও
লিখিনা কবিতায় যেন শিউরে না উঠো।
কবিতা ব্যাহত, নাকি কবি আহত?
যাই হোক, তুমি তো অব্যাহত!
শোনো কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা
আর যাবে না কখনো।
আ হা হা হা আ আ আ…
ভয়, ক্ষতি ও অপচয়ের বোধ
মনে যদি পাবেই ভয়,
ক্ষতি তবে ক্ষতি হয়েই যায়,
ত্রাণের অপচয়।
সরস্বতী, সে তার তানপুরাতে সুরের বৈঠা
বাইবে না আর কখনো।
আ হা হা হা আ আ আ…
জীবনের লুডু, সাপ-লুডুর রূপক
সেই তুমিই লুডুর ঘরে শুরুর প্রথম ঘর,
কেন মনে হয়।
একেবেকে কিলবিলিয়ে
কোনোমতে মনের নানান দফা!
সুঠামচিত্তে পার করে
সাপের ছোবলঘরে হুট মাড়াই,
তখনো সততা তোমায় আমায়
ঠেলে রাখে নিরাপদ দূরে।
জানো, হাতনিশিপিশানো কথাও
লিখিনা কবিতায় যেন শিউরে না উঠো।
কবিতা ব্যাহত, নাকি কবি আহত?
যাই হোক, তুমি তো অব্যাহত!
শোনো কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা
আর যাবে না কখনো।
আ হা হা হা আ আ আ…
Shiter Batase Lyrics in English (Romanized)
Shiter batase tomar palanor agam nishana
Amay dobay sthobir kalche jobudhburanga Burigongay
Tokhono sotota tomay amay thele rakhe nirapod dure
Dabanole porabone chai-dhaka chorapothe tomar jonaki
Jano, haat nispishanor kothao
Likhina kobitay jeno siure na utho
Kobita bahoto naki kobi ahoto?
Jai hok, tumi to obbahoto!
Shono kobi, tomar durgoto mone traner nouka
Ar jabe na kokhono
Aahaa ha haaaaaa…
Mone jodi pabei voy
Khoti tobe khoti hoye jay
Traner opochoy
Sharashoti se tar tanpurate surer boitha
Baibe na ar kokhono
Aahaa ha haaaaaa…
Sei tumi ludur ghore shurur prothom ghor
Keno mone hoy
Eke beke kilbiliye konomote moner nanan dofa
Sutham chitte par kore shaper chobol ghore hut marai
Tokhono sotota tomar amay thele rakhe nirapod dure
Jano, haat nispishanor kothao
Likhina kobitay jeno siure na utho
Kobita bahoto naki kobi ahoto?
Jai hok, tumi to obbahoto!
Shono kobi, tomar durgoto mone traner nouka
Ar jabe na kokhono
Aahaa ha haaaaaa…