শোন গো দখিনো হাওয়া লিরিক্স | Sono go dakhino hawa lyrics | শচীন দেববর্মন | S.D. Burman

শোন গো দখিনো হাওয়া লিরিক্স | শচীন দেববর্মণ (১ অক্টোবর, ১৯০৬ – ৩১ অক্টোবর, ১৯৭৫) বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী । প্রায়শ তাকে এস ডি বর্মণ হিসেবেই উল্লেখ করা হয়।

 

শোন গো দখিনো হাওয়া লিরিক্স | শচীন দেববর্মন

Sono go dakhino hawa lyrics | S.D. Burman

 

Singer(s): S.D. Burman

Remake: Coke Studio Bangla (Madhubanti Bagchi, Tahsan Khan, Rubayat Rehman, Jannatul Firdous Akbar)

Music: Sachin Dev Burman

Song Lyricist: Mira Dev Burman

Music Label: Saregama India Ltd

Release On: 14 July 2017

শোন গো দখিনো হাওয়া লিরিক্স | Sono go dakhino hawa lyrics | শচীন দেববর্মন | S.D. Burman

শোন গো দখিনো হাওয়া লিরিক্স :

শোন গো দখিনো হাওয়া
প্রেম করেছি আমি
শোন গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি
শোন গো দখিনো হাওয়া
প্রেম করেছি আমি
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিল মধু লগনে-তে বাড়ালো পিয়াসা
উতলা করেছে মোরে, আমারি ভালবাসা
অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি
শোন গো মধুর হাওয়া প্রেম করেছি আমি
যদি উত্তরে হাওয়া বয়ে যায়
যেনো আমি নেই, যেন আমি নেই
শোনো ঝরাপাতা দিন কয়ে যায়
কেন আমি নেই
যেন আমি নেই, কেন আমি নেই
যেন আমি নেই, কেন আমি নেই
যদি অবেলায় ঘুঘু ডেকে যায়
জেনো আমি নেই
দহনো বেলাতে আমি, প্রেমেরো তাপসী
বরষাতে প্রেম ধারা, শরতের শশী
দহনো বেলাতে আমি, প্রেমেরো তাপসী
বরষাতে প্রেম ধারা, শরতের শশী
রচিগো হেমন্তে মায়া, শীতেতে উদাসী
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী
শোনগো মদির হাওয়া প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি
যদি উত্তরে হাওয়া বয়ে যায়
যেনো আমি নেই,
শোনো ঝরাপাতা দিন কয়ে যায়
কেন আমি নেই
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি
আমি নেই…
শোন গো দখিনো হাওয়া লিরিক্স | Sono go dakhino hawa lyrics | শচীন দেববর্মন | S.D. Burman

Shono Go Dakhino Hawa Lyrics in English

 

Shono Go Dokhino Hawa
Prem Korechi Ami
Legeche Chokhete Nesha
Dik Bhulechi Ami
Shono Go Dakhin Hawa
Prem Korechi Ami
Monete Lukano Chilo Shupto Je Tiyasha
Jagilo Modhu Logone-Te Baralo Piyasha
Utola Koreche More Amari Valobasha
Anuraag E Prem Solile Doob Diyechi Ami
Shono Go Modhuro Hawa Prem Korechi Ami
Dohono Belate Ami Premer Taposi
Borosate Prem Dhara Shoroter Shoshoi
Rochigo Hemonte Maya Shitete Udashi
Hoyechi Bosonte Ami Basona Bilasi
Shonogo Modiro Hawa Prem Korechi Ami

জীবনকাল :

তার জন্ম কুমিল্লায়৷ তবে আদিবাস বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যে৷ তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন। তৎকালীন ত্রিপুরার অন্তর্গত কুমিল্লার রাজপরিবারের নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন অন্যতম। মা মণিপুর রাজবংশের মেয়ে নিরুপমা দেবী। ত্রিপুরার আগরতলায় কুমার বোর্ডিং স্কুলে শচীন দেবের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়।

ত্রিপুরার রাজপরিবারের সন্তানদের এবং তথাকথিত ধনী ঘরের সন্তানদের পড়াশোনার জন্যেই এই স্কুলটি বিশেষভাবে তৈরি হয়েছিল। পরে তাঁর বাবা নবদ্বীপচন্দ্র তাঁকে কুমিল্লার ইউসুফ স্কুলে ভর্তি করে দেন। এই স্কুলে কিছুদিন কাটিয়ে কুমিল্লা জেলা স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন শচীন দেব বর্মণ।১৯২০ খ্রিষ্টাব্দে কুমিল্লা জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। ১৯২২ খ্রিষ্টাব্দে ঐ কলেজ থেকে আইএ পাস করেন।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

খ্রিষ্টাব্দে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএ ক্লাসে ভর্তি হন। ১৯২৪ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ তে ভর্তি হন। ১৯২৫ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত কৃষ্ণচন্দ্র দে-র কাছে তিনি সঙ্গীতের প্রথাগত তালিম নেওয়া শুরু করেন। তারপর একে একে ভীষ্মদেব চট্টোপাধ্যায়, সারেঙ্গীবাদক বাদল খান, সরোদবাদক ওস্তাদ আলাউদ্দিন খানের কাছে সঙ্গীত ও বাদ্যযন্ত্রের শিক্ষা গ্রহণ করেছেন শচীন দেব। কুমিল্লায় থাকাকালীন বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর পারিবারিক সখ্যতা গড়ে উঠেছিল।

১৯৪৪ খ্রিষ্টাব্দ থেকে স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস করতে শুরু করেন ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন।। ১৯৭৫ খ্রিষ্টাব্দে প্যারালিটিক স্ট্রোক হয়ে কোমায় ছিলেন পাঁচ মাস। ৩১ অক্টোবর, ১৯৭৫ তার প্রয়াণ হয়।

আরও দেখুনঃ

Leave a Comment