সখী ভাবনা কাহারে বলে লিরিক্স | sokhi bhabona kahare bole | রবীন্দ্রনাথ ঠাকুর

সখী ভাবনা কাহারে বলে লিরিক্স | sokhi bhabona kahare bole | রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুরঃ

রবীন্দ্রনাথঠাকুররবীন্দ্রনাথ-ঠাকুর কলকাতারজোড়াসাঁকোঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭–১৯০৫) এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী (১৮২৬–১৮৭৫)। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদিধর্ম মতবাদের প্রবক্তা।

 

সখী ভাবনা কাহারে বলে লিরিক্স | sokhi bhabona kahare bole | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

 

১৮৭৫ সালে মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্ম্যাল স্কুল, বেঙ্গল অ্যাকাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন। কিন্তু বিদ্যালয়-শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগানবাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বচ্ছন্দবোধ করতেন রবীন্দ্রনাথ।

১৮৭৩ সালে এগারো বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে।  এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবেরই (অধুনা ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত) ডালহৌসি শৈলশহরের নিকট বক্রোটায়। এখানকার বক্রোটা বাংলোয় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন।

দেবেন্দ্রনাথ তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী, কালিদাস রচিত ধ্রুপদি সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষদ্‌ পাঠেও উৎসাহিত করতেন।১৮৭৭ সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। এগুলি হল মাইকেল মধুসূদনের “মেঘনাদবধ কাব্যের সমালোচনা”, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং “ভিখারিণী” ও “করুণা” নামে দুটি গল্প।

এর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কবিতাগুলি রাধা-কৃষ্ণ বিষয়ক পদাবলির অনুকরণে “ভানুসিংহ” ভণিতায় রচিত। রবীন্দ্রনাথের “ভিখারিণী” গল্পটি (১৮৭৭) বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প।১৮৭৮ সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবিকাহিনী। এছাড়া এই পর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যাসংগীত (১৮৮২) কাব্যগ্রন্থটি। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা “নির্ঝরের স্বপ্নভঙ্গ” এই কাব্যগ্রন্থের অন্তর্গত।

 

সখী ভাবনা কাহারে বলে লিরিক্স | sokhi bhabona kahare bole | রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকারঃ রবীন্দ্রনাথ-ঠাকুর

 

মাঝে মাঝে তবু দেখা পাই লিরিক্স [ Majhe majhe tobo dekha pai lyrics] | Rabindranath Tagore
রবীন্দ্রনাথ ঠাকুর

 

সখী ভাবনা কাহারে বলে লিরিক্স :

সখী,    ভাবনা কাহারে বলে।   সখী,    যাতনা কাহারে বলে ।

তোমরা যে বলো দিবস-রজনী    ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—

সখী,    ভালোবাসা কারে কয়!  সে কি   কেবলই যাতনাময় ।

সে কি   কেবলই চোখের জল?   সে কি   কেবলই দুখের শ্বাস ?

লোকে তবে করে   কী সুখেরই তরে   এমন দুখের আশ ।

আমার চোখে তো সকলই শোভন,

সকলই নবীন, সকলই বিমল,    সুনীল আকাশ, শ্যামল কানন,

বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো ।

তারা  কেবলই হাসে, কেবলই গায়,   হাসিয়া খেলিয়া মরিতে চায়—

না জানে বেদন, না জানে রোদন,   না জানে সাধের যাতনা যত ।

ফুল সে হাসিতে হাসিতে ঝরে,   জোছনা হাসিয়া মিলায়ে যায়,

হাসিতে হাসিতে আলোকসাগরে   আকাশের তারা তেয়াগে কায় ।

আমার মতন সুখী কে আছে।   আয় সখী, আয় আমার কাছে—

সুখী হৃদয়ের সুখের গান   শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।

প্রতিদিন যদি কাঁদিবি কেবল    একদিন নয় হাসিবি তোরা—

একদিন নয় বিষাদ ভুলিয়া    সকলে মিলিয়া গাহিব মোরা।।

মাঝে মাঝে তবু দেখা পাই লিরিক্স [ Majhe majhe tobo dekha pai lyrics] | Rabindranath Tagore
রবীন্দ্রনাথ ঠাকুর

 

 

Sokhi bhabona kahare bole english lyrics :

Shokhi bhabona kahare bole
Shokhi jatona kahare bole
Tomra je bolo dibosho rojoni
“Bhalobasha” “Bhalobasha”
Shokhi bhalobasha kare koi
Shey ki keboli jatonamoi.
Shey ki keboli chokhero jol?
Shey ki keboli dukhero shaash?
Loke tobe kore ki shukheri tore
Emon dukhero aash.
Amar chokhe to shokoli shobhon,
Shokoli nobeen shokoli bimol,
Shuneel akash, shyamol kanon
Bishad jochhona kushumo komol –
Shokoli amar moto.
Tara keboli hashe, keboli gaye
Hashiya kheliya morite chaye
Na jane bedon, na jane rodon,
Na jane shadher jatona joto.
Phool shey hashite hashite jhore
Jochhona hashiya milaye jaye
Hashite hashite alok shagore
Akasher tara teyage kaye.
Amar moton shukhi ke achhe
Aaye shokhi aaye amar kachhe
Shukhi hridoyer shukher gaan
Shuniya toder jurabe pran.
Protidin jodi kadibi kebol
Ekdin noi hashibi tora
Ekdin noi bishad bhuliya
Shokole miliya gahibo mora.
Shokhi bhabona kahare bole
Shokhi jatona kahare bole
Tomra je bolo dibosho rojoni
“Bhalobasha” “Bhalobasha”
Shokhi bhalobasha kare koi
Shey ki keboli jatonamoi.
Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

 

 

Leave a Comment