সব কিছুরই শুরু লিরিক্স, গানটি গেয়েছেন মনির খান ও কনক চাঁপা ।মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ১৯৯৬ সালে তোমার কোন দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্ৰকাশ করেছেন। তিনি ৩ বার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) অর্জন করেন, বিজয়ী চলচ্চিত্রের নাম যথাক্রমে: প্রেমের তাজমহল (২০০১), লাল দরিয়া (২০০২) ও দুই নয়নের আলো
সব কিছুরই শুরু লিরিক্স | Sob kichuri shuru lyrics | Kanak chapa | Monir khan
সব কিছুরই শুরু আছে লিরিক্স
সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়,
দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাড়ায়
সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়।
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়,
সারা জনম কেঁদেও কারো দুঃখ না ফুরায়
সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়,
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়।
অন্ধকারে কতই না ফুল ফুটে ঝরে যায়
আধারে যার জীবন শুরু আঁধারে হারায়,
কিছু হৃদয় রাত জেগে রয় ভালোবাসায়
এমন একটি ঝরে যাওয়া ফুলের আসায়
কিছু ফুল ঢাকা পড়ে শুকনো পাতায়
সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়,
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায় ।
কিছু দিনের জন্য চাঁদও জোছনা হারায়
আঁধার কেটে গেলে আবার আলো ছড়ায়,
লক্ষ কোটি তারা জ্বলে আকাশের-ই গায়
তবু কিছু তারা জ্বলে হঠ্যাৎ চলে যায়।
ইচ্ছে করে কিছু হৃদয় দুঃখ-ই কুড়ায়,
সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়,
সারা জনম কেঁদেও কারো দুঃখ-না ফুরায়।
সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়
দুঃখের শেষে সুঃখ এসে দুয়ারে দাঁড়ায়।
sob kichuri shuru ache lyrics in english
Sob Kichuri Shuru Ache Shesh Hoye Jay,
Srabon Eshe Jore Jore Seo Fire Jay
Dukher Seshe Sukh Eshe Duyare Daray,
Sob Kichuri Shuru Ache Shesh Hoye Jay,
Srabon Eshe Jore Jore Seo Fire Jay
Sara Jonom Kedeo Karo Dukkho Na Furay.
Ondhokare Kotoina Ful Fute Jhore Jay
Adhare Jar Jibon Sudhu Adhare Haray.
Kichu Hridoy Raat Jege Roy Valobashay,
Emon Ekti Jhore Jawa Fuler Ashay.
Kichu Ful Dhaka Pore Shukno Patay.
Sob Kichuri Shuru Ache Shesh Hoye Jay,
Srabon Eshe Jore Jore Seo Fire Jay.
Kichu Diner Jonno Chad O Juchona Haray,
Adhar Kete Gele Abar Alo Choray.
Lokkho Kuti Tara Jole Akasheri Gay,
Tobu Kichu Tara Jole Hotath Cole Jay.
Icche Kore Kichu Hridoy Dukkhoi Kuray.
Sob Kichuri Shuru Ache Shesh Hoye Jay,
Srabon Eshe Jore Jore Seo Fire Jay.
Sara Jonom Kedeo Karo Dukkho Na Furay.
Sob Kichuri Shuru Ache Shesh Hoye Jay,
Srabon Eshe Jore Jore Seo Fire Jay
Dukher Seshe Sukh Eshe Duyare Daray.
মনির খান :
মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ১৯৯৬ সালে তোমার কোন দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্ৰকাশ করেছেন। তিনি ৩ বার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) অর্জন করেন, বিজয়ী চলচ্চিত্রের নাম যথাক্রমে: প্রেমের তাজমহল (২০০১), লাল দরিয়া (২০০২) ও দুই নয়নের আলো
কনক চাঁপা:
কনকচাঁপা (জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৯৬৯) বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে।তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন।একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

আরও দেখুনঃ