সাত ভাই চম্পা লিরিক্স | Saat Bhai Champa Lyrics | Lata Mangeshkar

সাত ভাই চম্পা লিরিক্স | লতা মঙ্গেশকর (মারাঠি: लता मंगेशकर লতা মংগেশ্‌কর্‌; ২৮ সেপ্টেম্বর ১৯২৯ – ৬ ফেব্রুয়ারি ২০২২) ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। তিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সাত ভাই চম্পা লিরিক্স | Saat Bhai Champa Lyrics | Lata Mangeshkar

Song Credits:
Song: Saat Bhai Champa Jagore
Artist: Lata Mangeshkar
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury
Album Title: Chayanika Mone Rakha Gaan
Label:: Saregama India Ltd

সাত ভাই চম্পা লিরিক্স | Saat Bhai Champa Lyrics | Lata Mangeshkar
সাত ভাই চম্পা লিরিক্স | Saat Bhai Champa Lyrics | Lata Mangeshkar

সাত ভাই চম্পা লিরিক্স :

সাত ভাই চম্পা জাগোরে জাগোরেঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরেএকটি পারুল বোন আমি তোমারআমি সকাল সাঁঝে শত কাজের মাঝেতোমায় ডেকে ডেকে সারাদাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে জাগোরেঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরেএকটি পারুল বোন আমি তোমারআমি সকাল সাঁঝে শত কাজের মাঝেতোমায় ডেকে ডেকে সারাদাও সাড়া গো সাড়াও সাত ভাই চম্পা জাগোরে
ও সাত ভাই চম্পা গো রাজার কুমারকোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার?ও সাত ভাই চম্পা গো রাজার কুমারকোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার?আজো রাজার দেশেঘোরে ছদ্মবেশেডাইনী সর্বনাশী রাক্ষুশীলা আবার
সাত ভাই চম্পা জাগোরে জাগোরেঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরেএকটি পারুল বোন আমি তোমারআমি সকাল সাঁঝে শত কাজের মাঝেতোমায় ডেকে ডেকে সারাদাও সাড়া গো সাড়াও সাত ভাই চম্পা জাগোরে
আর রাজবাড়ি সৎ রাণী মায়ের ঘরেফিরে যাবো না, যাবো না, যাবো না রেআর রাজবাড়ি সৎ রাণী মায়ের ঘরেফিরে যাবো না, যাবো না, যাবো না রেঘরে ক্ষুধার জ্বালাপথে যৌবন জ্বালারাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে
সাত ভাই চম্পা জাগোরে জাগোরেঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরেএকটি পারুল বোন আমি তোমারআমি সকাল সাঁঝে শত কাজের মাঝেতোমায় ডেকে ডেকে সারাদাও সাড়া গো সাড়াও সাত ভাই চম্পা জাগোরে
সাত ভাই চম্পা লিরিক্স | Saat Bhai Champa Lyrics | Lata Mangeshkar
সাত ভাই চম্পা লিরিক্স | Saat Bhai Champa Lyrics | Lata Mangeshkar

Saat Bhai Champa Lyrics In English

Saat Bhai Champa Jaago re Jaago re
Ghum ghum thake na ghumer ei ghore
Ekti parul bon ami tomar
Ami shokal sajhe shoto kajer majhe
Tomay deke deke shara
Dao shara go shara
Saat Bhai Champa Jaago re Jaago re
Ghum ghum thake na ghumer ei ghore
Ekti parul bon ami tomar
Ami shokal sajhe shoto kajer majhe
Tomay deke deke shara
Dao shara go shara
O Shaat Bhai Chompa Jago re
O saat bhai champa go rajar kumar
Kothay pokkhi raaj ghora tomar toloar
O saat bhai champa go rajar kumar
Kothay pokkhi raaj ghora tomar toloar..
Aajo rajar deshe ghore chodmobeshe
Daini shorbonashi rakkhoshila abar
Saat Bhai Champa Jaago re Jaago re
Ghum ghum thake na ghumer ei ghore
Ekti parul bon ami tomar
Ami sokal sanjhe soto kajer majhe
Tomay deke deke shara
Dao shara go shara
O Shaat Bhai Chompa Jagore
Ar raaj bari saat rani mayer ghore
Fire jabo na, jabo na, jabo na re
Ar raaj bari saat rani mayer ghore
Fire jabo na, jabo na, jabo na re
Ghore khudar jwala, pothe jongol jwala
Rajar kumar ar ashe na ghoray chore
Saat Bhai Chompa Jago re Jago re
Ghum ghum thake na ghumer-ei ghore
Ekti parul bon ami tomar
Ami sokal sajhe shoto kajer majhe
Tomay deke deke shara
Dao shara go shara
O Shaat Bhai Chompa Jago re

লতা মঙ্গেশকর তার  প্রারম্ভিক জীবন :

লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোর (বর্তমান মধ্যপ্রদেশ) জন্মগ্রহণ করেন। তার পিতা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর একজন মারাঠি ও কোঙ্কিণী সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা ছিলেন। তার মাতা সেবন্তী (পরবর্তী নাম পরিবর্তন করে সুধামতি রাখেন) বোম্বে প্রেসিডেন্সির তালনারের (বর্তমান উত্তর-পশ্চিম মহারাষ্ট্র) একজন গুজরাতি নারী ছিলেন। তিনি দীনানাথের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার প্রথম স্ত্রী নর্মদা সেবন্তীর বড়বোন ছিলেন, যিনি মৃত্যুবরণ করেছিলেন।

শৈশবে বাড়িতে থাকাকালীন কে এল সায়গল ছাড়া আর কিছু গাইবার অনুমতি ছিল না তার। বাবা চাইতেন ও শুধু ধ্রপদী গান নিয়েই থাকুক। জীবনে প্রথম রেডিও কেনার সামর্থ্য যখন হলো, তখন তার বয়স আঠারো। কিন্তু রেডিওটা কেনার পর নব ঘুরাতেই প্রথম যে খবরটি তাকে শুনতে হয় তা হচ্ছে, কে. এল. সায়গল আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গেই রেডিওটা ফেরত দিয়ে দেন তিনি। ৫ বছর বয়সে বাবার পরিচালিত গীতি-নাট্যে অভিনয় করেন।

১৯৪১ সালে রেডিওতে দুটি গান রেকর্ড করেন, বাবার মৃত্যুর পর পেশা জীবনে পা রাখেন। ১৩ বছর বয়সে মারাঠি গানের রেকর্ড হয়, কিন্তু সে গান সিনেমা থেকে বাদ যায়। তাঁর প্রথম হিন্দি গান মারাঠি ‘জগভাউ’ নামক ছবিতে। হিন্দি চলচ্চিত্র ‘আপ কি সেবা মে’ প্রথম হিন্দি গান গেয়েছেন তিনি। তারপর ১৯৪৮এ প্রযোজক শশধর মুখোপাধ্যায়-এর ছবি ‘শহিদ’ ছবিতে তিনি সুযোগ পান এবং মজবুর সিনেমায় ‘দিল মেরা তোড়া’ গানে তিনি বিশেষ জনপ্রিয়তা পান।

সাত ভাই চম্পা লিরিক্স | Saat Bhai Champa Lyrics | Lata Mangeshkar
সাত ভাই চম্পা লিরিক্স | Saat Bhai Champa Lyrics | Lata Mangeshkar

পুরস্কার ও স্বীকৃতি

লতা মঙ্গেশকর তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্ন (২০০১), দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ (১৯৯৯), তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণে (১৯৬৯) ভূষিত হয়েছেন। এই সঙ্গীতশিল্পীকে ২০০৭ সালে ফ্রান্স সরকার তাদের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাব প্রদান করেছে।

এছাড়া তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৮৯), মহারাষ্ট্র ভূষণ পুরস্কার (১৯৯৭), এনটিআর জাতীয় পুরস্কার (১৯৯৯), জি সিনে আজীবন সম্মাননা পুরস্কার (১৯৯৯), এএনআর জাতীয় পুরস্কার (২০০৯), শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার পেয়েছেন। তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ৪টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি ১৯৬৯ সালে নতুন প্রতিভা বিকাশের লক্ষ্যে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার প্রত্যাখ্যান করেন। পরবর্তী কালে তিনি ১৯৯৩ সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার এবং ১৯৯৪ ও ২০০৪ সালে দুইবার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার অর্জন করেন। ১৯৭৪ সালে সব চেয়ে বেশি সংখ্যক গান রেকর্ড করার জন্য গিনেস বুক অফ রেকর্ডে তাঁর নাম ওঠে।

তাঁকে ১৯৮০ সালে দক্ষিণ আমেরিকার সুরিনামের সাম্মানিক নাগরিকত্ব প্রদান করা হয়। ১৯৮৭ সালে আমেরিকার সাম্মানিক নাগরিকত্ব পান। ১৯৯০ সালে পুনে বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সাম্মনিক ডক্টরেট প্রদান করা হয় । ১৯৯৬ সালে ভিডিওকন স্ক্রিন লাইফটাইম পুরস্কার। ২০০০ সালে আই আই এফ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার এরকম আরো বহু পুরস্কার ও সম্মানে তিনি ভূষিত।

আরও দেখুন:

Leave a Comment