সিলেটি বিয়ের গান লিরিক্স | নয়া দামান গানটি গেয়েছেন তশিবা, মুজা, মীম হক। এই সিলেটি বিয়ের গান (আঞ্চলিক লোকগীতি) লিখেছেন এবং মূল শিল্পী সুষমা দাস। নতুন করে রিমেক করেছেন মুজা। গানটিতে অভিনয় করেছেন ইমরান খান এবং জারিন তাসনিম। আপনি যদি ‘নয়া দামান’ গানের লিরিকস খোঁজ করেন তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। লেবেল: (noya daman lyrics meaning in Bengali English)
সিলেটি বিয়ের গান লিরিক্স | sileti biyer gan lyrics | Shushama Das | Tosiba | Muza
Song Name: Noya Daman
Artist: Tosiba & Muza
Lyrics: Shushama Das
Produced, Mixed, And Mastered by: Muza
Flute & Ukulele: Meem Haque
সিলেটি বিয়ের গান লিরিক্স :
আইলারে নয়া দামান
আসমানে ও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান বও দামান বও। – [ ২ বার ]
ও দামান বও দামান বও।
সিলেটি সুন্দরী খরলো
মনতো আমার চুরি,
দামান লইয়া আইলে বন্ধু
বও দামান কওরে খথা,
খাওরে বাটার পান,
যাইবার খথা কও যদি
কাইট্যা রাখুম কান ।
দামান বও, দামান বও। – [ ২ বার ]
আইলারে নয়া দামান
আসমানে ও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান বও দামান বও। – [ ২ বার ]
ও দামান বও দামান বও।
আইলারে নয়া দামান
আসমানে ও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান বও দামান বও।
ও দামান বও দামান বও।
sileti biyer gan lyrics :
Aila Re Noya Daman
Aasmanero Tera
Bisana Bisaya Dilam
Shail Dhaaner Nera
Daman Boh, Daman Boh;
Aila Re Noya Daman
Aasmanero Tera
Bisana Bisaya Dilam
Shail Dhaaner Nera
Daman Boh, Daman Boh
Daman Boh, Daman Boh.
Sylheti Shundori Khorlo
Mon Tho Amar Suri
Walking Like A Boss Lady
Shaking All Her Churis Man
Shaking All her Churis.
Know That
I’m Gon’ Be The One To
Call You My Wifey
Daman Oya
Aila Bondhu
In A Gorur Gari Baby
Sylheti Ferrari Baby
Sylheti Ferrari.
Boh Daman
Kou Reh Khotha
Khao Reh Batar Paan
Zaibar Khotha Kou Jodi
Kaitta Rakhmu Kaan
Daman Boh Daman Boh;
Boh Daman
Kou Reh Khotha
Khao Reh bBatar Paan
Zaibar Khotha Kou Jodi
Kaitta Rakhmu Kaan
Daman Boh Daman Boh.
Aila Re Noya Daman
Aasmanero Tera
Bisana Bisaya Dilam
Shail Dhaaner Nera
Daman Boh, Daman Boh;
Aila Re Noya Daman
Aasmanero Tera
Bisana Bisaya Dilam
Shail Dhaaner Nera
Daman Boh, Daman Boh
Daman Boh, Daman Boh.
Aila Re Noya Daman
Aasmanero Tera
Bisana Bisaya Dilam
Shail Dhaaner Nera
Daman Boh, Daman Boh
Daman Boh, Daman Boh
Daman Boh, Daman Boh.
কর্মজীবন:
কর্মজীবনে তিনি যেমন একজন প্রখ্যাত লোকসংগীত শিল্পী,বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী ঠিক তেমনি সফল গৃহিণী।প্রাচীন লোককবিদের প্রায় ২ হাজারের অধিক গান তাঁর সংগ্রহে আছে তবে তা কোন ডায়রী বা বইয়ে লিপিবদ্ধ না সব গানই মনের ডায়রিতে লিপিবদ্ধ।
বিশেষ অবদান:
রচনা:
তাঁর গাওয়া প্রাচীন ২২৯ টি গান,জীবনী,স্বাক্ষাৎকার নিয়ে আজিমুল রাজা চৌধুরী’সুষমা দাশ ও প্রাচীন লোকগীতি’নামে একটি বই ২০২০ সালের মার্চে প্রকাশ করেন।এটিই তাঁকেএবং তাঁর গান নিয়ে রচিত প্রথম বই। প্রাচীন প্রায় লোকবিদের গান করেছেন সুষমা দাশ।যেমন,সৈয়দ শাহনূর,শিতালং ফকির,দ্বীন ভবানন্দ,কালা শাহ,লালন সাই,আরকুম শাহ,হাসন রাজা,রাধা রমন,মদনমোহন,উকিল মুন্সী,জালাল খাঁ,দ্বীনহীন,অধরচান,রামজয় সরকার,শ্যামসুন্দর,দুর্গাপ্রসাদ,রসিক লাল দাশ,কামাল পাশা,দুর্বিন শাহ,শাহ আবদুল করিম,গিয়াস উদ্দিন প্রমুখ।
প্রায় ২ হাজারের অধিক লোকগান মুখস্থ সুষমা দাশের। কোন বই বা পান্ডুলিপির সাহায্য ছাড়াই তিনি ৯০ বছর বয়সেও শুদ্ধ বাণীতে গান পরিবেশন করে তাকেন। তিনি নিজেও কয়েকটি গান লিখেছেন তবে সেগুলো সংখ্যায় কম।
তিনি সাধারণত যে ধারার গান গেয়ে তাকেন তা হলো পল্লীগান,কবিগান,লোকগান,হোরিগান,ঘাটুগান,ধামাইল,সূর্যব্রত,পালাগান,কীর্তন,মনসা,গোষ্ঠলীলা,সুবল মিলন,বাউলা,ভাটিয়ালী,পীর মুর্শিদি ইত্যাদি।
