সুন্দরী তমা আমার লিরিক্স | Shundori toma amar lyrics | james | Nogor Baul | জেমস

সুন্দরী তমা আমার লিরিক্স | তারায় তারায় গানটি গেয়েছেন জেমস। আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার গানের লিরিক্স লিখেছেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান।

সুন্দরী তমা আমার লিরিক্স | Shundori toma amar lyrics | james | Nogor Baul | জেমস

Song Name : Ami Taray Taray
Singer : james
Lyrics : Shamsur Rahman
সুন্দরী তমা আমার লিরিক্স | Shundori toma amar lyrics | james | Nogor Baul | জেমস
James

সুন্দরী তমা আমার লিরিক্স :

সুন্দরীতমা আমার,
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো,
এই আকাশ আমার।
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো,
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো আমি
একান্ত তোমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার।।
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালোবেসে যতখুশি,
বলতে পারো
এই ফুল আমার।
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই,
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই,
ফুল থাকবে নীরব ..
আমি তারায় তারায়, রটিয়ে দেবো
তুমি আমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার।।
জোছনা লুটালে
তুমি অধিকার নিয়ে,
বলতে পারো
এই জোছনা আমার।
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বলো,
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বলো আমাকে,
আমি থাকবো না নির্বাক ..
আমি তারায় তারায়, রটিয়ে দেব
তুমি আমার,
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার,
তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার,
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার।।
সুন্দরী তমা আমার লিরিক্স | Shundori toma amar lyrics | james | Nogor Baul | জেমস

Shundoritoma amar lyrics – জেমস :

Shundoritoma amar
Tumi nelimar dike takiye
Bolte paro Ei akash amar
Neelakash robe niruttor
Manush ami cheye dekho
Neelakash robe niruttor
Jodi tumi bolo ami ekanto tomar
Ami Taray Taray Rotiye Debo
Tumi amar
Camellia haate ei sondhay
Valobeshe joto khushi
Bolte paaro, Ei ful amaar
Phool sudhu chorabe saurobh
Lojjay bolbe na kichui
Phul thakbe nirob
Ami Taray Taray Rotiye Debo
Tumi aamar
Jochona lutale
Tumi odhikaar niye
Bolte paro, Ei jochona amar
Ei chand khujbe na uttor
Ekbaar jodi bolo
Ei chad khujbe na uttar
Ek baar jodi bolo amake
Aami thakbo na nirbaak
Ami Taarai Taarai Rotiye Debo
Tumi amar
Ami Tarai Tarai Rotiye Debo
Ami tomar

প্রাথমিক জীবন:

জেমসের জন্ম নওগাঁয়, তবে তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করত না। গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। এহসান এলাহী ফানটি ও কিছু বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও কন্ঠদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

কর্মজীবন:

বাংলাদেশ:

চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি এহসান এলাহী ফানটিকে নিয়ে নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। তিনি নগর বাউল এর প্রতিষ্ঠাতা সদস্য। বাংলা ভাষায় তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন। গিটার বাজানোতেও তিনি দারুণ পটু। তিনি নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিষ্ট হলেও তিনি মূলত তার সলো ক্যারিয়ারকেই বেশি গুরত্ব দেন।

অনেক গীতিকার তার জন্য সঙ্গীত রচনা করেছেন। যাদের মধ্যে কবি শামসুর রাহমান, প্রিন্স মাহমুদ, শিবলি উল্লেখযোগ্য। কর্মজীবনের প্রথম দিকে তিনি জিম মরিসন, মার্ক নফলার এবং এরিক ক্লাপটনের মত সঙ্গীত শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। ১৯৮৭ সালে ফিলিংস ব্যান্ডের সাথে তার প্রথম অ্যালবাম “স্টেশন রোড” মুক্তি পায়। ১৯৮৮ সালে মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম অনন্যা। পরবর্তীতে তিনি ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন “নগর বাউল”।

আরও দেখুনঃ

Leave a Comment