সে যে বসে আছে একা একা লিরিক্স | se je boshe ache eka eka lyrics | অর্ণব | Arnob
শায়ান চৌধুরী অর্ণব একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। প্রথমদিকে তিনি বাংলাদেশী বাংলা ব্যান্ডের সদস্য হিসেবে কাজ করলেওপরবর্তীকালে প্রেয়ার হল নামে আলাদা একটি ব্যান্ড গঠন করেন।
সে যে বসে আছে একা একা লিরিক্স | se je boshe ache eka eka lyrics | অর্ণব | Arnob
গায়কঃ শায়ান চৌধুরী অর্ণব
সে যে বসে আছে একা একা লিরিক্স :
সে যে বসে-আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে,
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।
সে যে বসে-আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে,
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।
তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পারো বুঝতে।
তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পারো বুঝতে।।
সে যে বসে-আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে,
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে।
সে যে বসে-আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে,
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে।
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।
সে যে বসে আছে, সে যে বসে আছে ..
Se je boshe ache eka eka lyrics english :
Rongeen shopno taar bunte
Se je cheye ache bhora chokhe
Janalar phake megh dhorte
Taar goon goon moner
gaan batashe orey
Kaan paato mone pabe shunte
Taar ronger tulir naache
meghera chotey
Chokh melo jodi paro bujhte
Se Je Boshe Ache Eka Eka
Tar shopner karkhana cholche
Aar buro buro megheder dol
Brishti namar taal gunche
Sei goon goon moner gaan brishti namay
Top top phota pore onekkhon
Sei brishti veja mone daak diyeche
Veja kaak hoye thaak amar mon
Se Je Bose Ache
শায়ান চৌধুরী অর্ণব:শায়ান চৌধুরী অর্ণ’ব ১৯৭৮ সালে বাংলাদেশের ঢাকায় জন্ম নেন। তার বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী। তিনি ঢাকার উইল্স্ লিট্ল্ ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা শুরু করেন, তবে এর কিছুদিন পর দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নের জন্য তাকে পশ্চিমবঙ্গের কোলকাতায় সাউথ পয়েন্ট স্কুলে পাঠানো হয়। অ’র্ণব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ ভবন থেকে মাধ্যমিক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে স্নাতকোত্তর (এমএফএ) সম্পন্ন করেন।
অ’র্ণবের চাচা তপন চৌধুরী বাংলাদেশের একজন সঙ্গীতশিল্পী।
আরও দেখুনঃ