ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি লিরিক্স | O Bhai Khati Sonar Cheye Khati Lyrics | কাজী নজরুল ইসলাম | দেশাত্মবোধক গান

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি লিরিক্স | ১৯২০ এর দশকের জাতীয় পরিষদের নির্বাচনে তিনি অংশগ্রহণের চেষ্টা করেন। প্রথমে কংগ্রেসে সমর্থন লাভের জন্য তিনি কলকাতা যান। কিন্তু কংগ্রেসের কাছ থেকে তেমন সাড়া না পেয়ে তিনি একাই নির্বাচন করার সিদ্ধান্ত নেন। নির্বাচনে তিনি তেমন সাফল্য পান নি। এরপর সাহিত্যের মাধ্যমে তার রাজনৈতিক চিন্তার বহিঃপ্রকাশ অব্যাহত থাকলেও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ কমে যায়।

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি লিরিক্স | O Bhai Khati Sonar Cheye Khati Lyrics | কাজী নজরুল ইসলাম | দেশাত্মবোধক গান

 

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি লিরিক্স :

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।।
এই দেশেরই মাটি জলে,
এই দেশেরই ফুলে-ফলে,
তৃষ্ণা মিটাই, মিটাই ক্ষুধা
পিয়ে এরই দুধের বাটি।।
এই মাটি এই কাদা মেখে,
এই দেশেরই আচার দেখে,
সভ্য হলো নিখিল ভুবন, দিব্য পরিপাটি।।
এই দেশেরই ধুলায় পড়ি
মানিক যায়রে গড়াগড়ি
বিশ্বে সবার ঘুম ভাঙানো
এই দেশেরই জীবন কাঠি।।

 

Leave a Comment