সোনালী প্রান্তরে লিরিক্স | Sonali Prantore Lyrics | Nachiketa Chakraborty | Hothat Brishti

সোনালী প্রান্তরে লিরিক্স | নচিকেতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে এই বেশ ভাল আছি অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

সোনালী প্রান্তরে লিরিক্স | Sonali Prantore Lyrics | Nachiketa Chakraborty | Hothat Brishti

Song Name : Sonali Prantore
Movie Name : Hothat Brishti (1998)
Vocal, Music & Lyrics : Nachiketa Chakraborty
Directed by : Basu Chatterjee
Produced by : Gramco Films & Ashirbad Chalachchitra
Label : G-Series

সোনালী প্রান্তরে লিরিক্স | Sonali Prantore Lyrics | Nachiketa Chakraborty | Hothat Brishti

সোনালী প্রান্তরে লিরিক্স :

সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে..

বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
ভালোবাসা কত আশা, ছড়ানো এ বাতাসে
স্বপ্নমাখা মেঘের নকশা, ছড়ানো এ আকাশে,
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে..

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতে’তে যেন থাকে ও সুজন তোমারই হাত,
ও আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতে’তে যেন থাকে ও সুজন তোমারই হাত,
উষ্ণ মরুর শুকনো বুকে, আঁকে বাতাস ছবি
দিবারাত্রি যেন কাব্য, লিখে যায় কোন সে কবি
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে।

কর্মজীবন :

‘নচিকেতা চক্রবর্তী’ একটি আদর্শের নাম। যে আদর্শ সততা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয়ে গড়া। সংগীত জীবনে নচিকেতার রয়েছে বেশ জনপ্রিয়তা। জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্বসেরা। এছাড়াও তিনি হিন্দি ও অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি গান গেয়েছেন। একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গান গেয়ে থাকেন এবং বেশ খ্যাতিও অর্জন করেছেন।

সোনালী প্রান্তরে লিরিক্স | Sonali Prantore Lyrics | Nachiketa Chakraborty | Hothat Brishti

যেমনঃ “হঠাৎ বৃষ্টি” (১৯৯৮) ছবিটিতে তিনি সংগীত পরিচালক হিসেবে এবং সংগীত শিল্পী হিসেবে কাজ করেছেন। আর এই ছবির প্রতিটি গানই বেশ জনপ্রিয় হয়েছিল এমনকি আজও আছে। তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনেতা হিসেবেও কাজ করেছেন। যেমনঃ কাটাকুটি, খেলাঘর, এই বেশ ভালো আছি, কে যায় ও কোয়াশা যখন ইত্যাদি।

আরও দেখুনঃ

Leave a Comment