সোয়া চান পাখি লিরিক্স | Shua Chan Pakhi Lyrics | Bari Siddiqui | বারী সিদ্দিকী

সোয়া চান পাখি লিরিক্স | বারী সিদ্দিকী (১৫ নভেম্বর ১৯৫৪ – ২৪ নভেম্বর ২০১৭) বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া ‘শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওগো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

সোয়া চান পাখি লিরিক্স | Shua Chan Pakhi Lyrics | Bari Siddiqui | বারী সিদ্দিকী

শিরোনামঃ শুয়া চান পাখি
কন্ঠঃ বারী সিদ্দিকী
কথাঃ উকিল মুন্সি
সুরঃ উকিল মুন্সি
চলচ্চিত্রঃ শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)
পরিচালকঃ হুমায়ূন আহমেদ

সোয়া চান পাখি লিরিক্স | Shua Chan Pakhi Lyrics | Bari Siddiqui | বারী সিদ্দিকী

সোয়া চান পাখি লিরিক্স :

সোয়া চান পাখি আমার

সোয়া চান পাখি…

আমি ডাকিতাছি..তুমি ঘুমাইছো নাকি

আমি ডাকিতাছি.. তুমি ঘুমাইছো নাকি……
তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি..
তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি…
আজ কেনো হইলে নীরব…

মেলো দুটি আখিরে পাখি….
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি
বুলবুলি আর তোতা ময়না,
কতো নামে ডাকি
তরে কত নামে ডাকি
শিকল কেটে চলে গেলে,…
কারে লইয়া থাকিরে পাখি..
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি
তোমার আমার এই পিরিতি
চন্দ্র সুয্র সাক্ষী….
তোমার আমার এই পিরিতি
চন্দ্র সুয্র সাক্ষী….
হঠাত করে_ চলে গেলে…
বুঝলাম না চালাকিরে পাখি..
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি
সোয়া চান পাখি আমার সোয়া চান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

 

কর্মজীবন :

সঙ্গীতজীবন,

তিনি গোপাল দত্ত এবং ওস্তাদ আমিনুর রহমান থেকে লোক এবং শাস্ত্রীয় সঙ্গীতে পাঠ নিয়েছেন। মূলত বংশী বাদক বারী সিদ্দিকী কথাসাহিত্যিক ও চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের প্রেরণায় নব্বইয়ের দশকে সঙ্গীত জগতে প্রবেশ করেন এবং অল্পদিনেই বিরহ-বিচ্ছেদের মর্মভেদী গানের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। দৈনিক আমার দেশ সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে সিদ্দিকী বলেন, “হুমায়ূন আহমেদ আমার গাওয়ার পেছনে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন। মূলত তার সাহস নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছি।” 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

১৯৯৫ খ্রিস্টাব্দে বারী সিদ্দিকী প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘রঙের বাড়ই’ নামের একটা ম্যাগাজিন অনুষ্ঠানে জনসমক্ষে প্রথম সঙ্গীত পরিবেশন করেন। এরপর ১৯৯৯ খ্রিষ্টাব্দে হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে ৭টি গানে কণ্ঠ দেন। এর মধ্যে “শুয়া চান পাখি” গানটির জন্য তিনি অতিদ্রুত ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

১৯৯৯ খ্রিষ্টাব্দে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করেন।

সোয়া চান পাখি লিরিক্স | Shua Chan Pakhi Lyrics | Bari Siddiqui | বারী সিদ্দিকী

চলচ্চিত্র ও নাটক,

বারী সিদ্দিকী বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন ও গানের কথা লিখেছেন।

২০১৩ খ্রিষ্টাব্দে সিদ্দিকী ফেরারী অমিতের রচনা ও পরিচালনায় পাগলা ঘোড়া নাটকে প্রথমবারের মত অভিনয় করেন

 

আরও দেখুনঃ

Leave a Comment