স্কুল খুইলাছে রে মাওলা লিরিক্স | School Khuilase Re Mawla Lyrics | Joler Gaan

স্কুল খুইলাছে রে মাওলা লিরিক্স | জলের গান বাংলাদেশের একটি ব্যান্ড দল। এই ব্যান্ড মূলত ফোক-ফিউশন ধারায় গান গায়। ২০০৬ সালে এই ব্যান্ড প্রতিষ্ঠিত হয়।

 

স্কুল খুইলাছে রে মাওলা লিরিক্স | School Khuilase Re Mawla Lyrics | Joler Gaan

 

Singer: Ramesh Shil
Music direction: Perth Barua
Special thanks to: Hasan Abidur Reza Jewel
Label: IPDC আমাদের গান

স্কুল খুইলাছে রে মাওলা লিরিক্স | School Khuilase Re Mawla Lyrics | Joler Gaan

স্কুল খুইলাছে রে মাওলা লিরিক্স :

 

ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে

 

 

আবাল বৃদ্ধ নর-নারী, করে সব হুড়াহুড়ি
নাম করে রেজিস্টারি, ভর্তি হইতাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই জোয়ান, বুড়া
শিনায় শিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে
শিনায় শিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে
হাইরে মাস্টার, বাহিনা ছাড়া এলমেল ধ্বনি পড়া
মাস্টার, মাহিনা ছাড়া এলমেল ধ্বনি পড়া
কাগজ, কলম, দোয়াত কালির কি দরকার আছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
স্বহস্তে দস্তখদ দিয়াছো গোলামী খদ
আলস্থ তবে রব্বে কোন সরনী আছে
আরে আলস্থ তবে রব্বে কোন সরনী আছে
কালুবালা বলে এলে এখন কেন পাশ করিলে
কালুবালা বলে এলে এখন কেন পাশ করিলে
জবান বন্ধি দিতে গেলে ঠেকবি প্যাঁচে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন
রমেশ বলে অবোধ মন সময় গেল অকারণ
সিওরে সমন এসে খারা রয়েছে
সিওরে সমন এসে খারা রয়েছে
রমেশ বলে অবোধ মন সময় গেল অকারণ
সিওরে সমন এসে খারা রয়েছে
ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লেখাও
ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লেখাও
ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লেখাও
রেজিস্ট্রারি কবুল হতে তবে প্রাণ বাঁচে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে।।

ধরন:

জলের গান ব্যান্ডের গানের কথাগুলো মূলত মানুষের গল্প। কিছু কথা বিভিন্ন লোকজ সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। জলের গান নতুন নতুন যন্ত্রসংগীত তৈরি করে এবং কখনো বিদেশী সুর নতুন করে বাজায়। পারফর্ম করার জন্য তাদের ইলেক্ট্রিক কোন কিছু না হলেও চলে। ]

স্কুল খুইলাছে রে মাওলা লিরিক্স | School Khuilase Re Mawla Lyrics | Joler Gaan

পরিচিতি:

ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গানের জন্য বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্যান্ড দল ‘জলের গান’। বেশিরভাগ সময়েই তারা দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়ে সরাসরি পারফর্ম করেন।

Leave a Comment