হৃদ মাঝারে লিরিক্স | Hrid Majhare Lyrics | Folk Song

হৃদ মাঝারে লিরিক্স | গানের লিরিক্স লিখেছেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ফোক সিঙ্গার

হৃদ মাঝারে লিরিক্স | Hrid Majhare Lyrics | Folk Song

Lyrics: Dwij Bhushan 

হৃদ মাঝারে লিরিক্স | Hrid Majhare Lyrics | Folk Song

হৃদ মাঝারে লিরিক্স :

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না,

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না 

ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর 

আর পাবো না না না, ছেড়ে দেবো না 

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না

তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না। 

ভূবনো মোহনো গোরা

কোন মণিজনার মনোহরা,

ভূবনো মোহনো গোরা

কোন মণিজনার মনোহরা,

ওরে রাধার প্রেমে মাতোয়ারা

চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা,

ধূলায় যাই ভাই গড়াগড়ি।

যেতে চাইলে যেতে দেবো না না না না

যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না।

তোমায় হৃদয় মাঝে,

তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

যাবো ব্রজের কুলে কুলে,

যাবো ব্রজের কুলে কুলে

মাখবো পায়ে রাঙ্গাধূলি,

যাবো ব্রজের কুলে কুলে

মাখবো পায়ে রাঙ্গাধূলি,

ওরে পাগল মন ..

যাবো ব্রজের কুলে কুলে

মাখবো পায়ে রাঙ্গাধূলি,

ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে

ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে,

চলে গেলে, 

চলে গেলে যেতে দেবো না না না, 

যেতে দেবো না।

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,

তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌর বলে

ওগো ভয় কিগো তার ব্রজের কুলে,

যে ডাকে চাঁদ গৌর বলে

ওগো ভয় কিগো তার ব্রজের কুলে,

ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে

চরন ছেড়ে দেবো না না না ছেড়ে দেবো না।

তোমায় বক্ষ মাঝে,

তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না

ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর

আর পাব না না না আর পাব না।

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না

তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

হৃদ মাঝারে লিরিক্স | Hrid Majhare Lyrics | Folk Song

Hrid Majhare Lyrics :

Tomay hrid majhare rakhbo chere debo na

Tomay hrid majhare rakhibo chere debo na

Ore chere dile sonar gour ar pabo na

Khepa chere dile sonar gour ar pabo na

Bhubono mohono gora

Kon moni jonar mono hora

Ore radhar preme matowara

Chand gour amar

radhar preme matowara

Dhulay jay bhai gora-gori

Jete chaile jete debo na

Jabo brojer kule kule

Amra makhbo paaye ranga dhuli

Ore noyonete noyon diye rakhbo tare

chole gele jete debo na na na

 

বাংলা সাহিত্য আর সঙ্গীত নিয়ে ঘাঁটাঘাটি করলেও সে বিষয়গুলোতে যে নিজের জ্ঞান কতটা সীমিত, তা আজকের লেখাটি যেই গানটিকে নিয়ে, সেটি শুনে নতুন করে মনে পড়ে গেল। ইউটিউবে ঘোরাঘুরি করতে করতে দ্বিজ ভূষণ এর লেখা আর আনুশেহ অনাদিল এর গলায় এই বৈষ্ণবগীতিটি খুঁজে পাই। গানটা তারপর থেকেই মনে বেজে চলেছে, তাই শোনার আনন্দটুকু পাঠকদের সাথে ভাগ করে নিতে আজ এই সাইটে পংক্তিসহ সেটি তুলে দেওয়া।

হৃদ মাঝারে লিরিক্স | Hrid Majhare Lyrics | Folk Song

দ্বিজ ভূষণ সম্বন্ধে আমার বেশি জানা নেই, তবে যা মনে হয়, তিনি লালনের সমসাময়িক একজন গীতিকার। পাঠকদের জানা থাকলে অনুগ্রহ করে এই পোস্টে মন্তব্য করবেন। বাংলা লোকগীতি যারা শোনেন, তাদের হয়ত আনুশেহ অনাদিলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কোন প্রয়োজন নেই। যারা নতুন, তাদের উপরে সংযুক্ত করা গানটি শোনার আমন্ত্রণ রইল। বাংলার লোকগানের সাথে শ্বাস্ত্রীয় আর খানিকটা পশ্চিমা সুরের অপূর্ব সুন্দর সমন্বয় রয়েছে এতে – দ্বিজ ভূষণ এর কত লক্ষ জনম ঘুরে – যা এক অর্থে ভক্তিমূলক, আর অন্য অর্থে ভালবাসার মানুষটিকে ছাড়তে না চাওয়ার গান।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন
আরও দেখুন:

Leave a Comment