হোক কলরব লিরিক্স | Hok Kolorob Lyrics | Arnob

হোক কলরব লিরিক্স | Hok Kolorob Lyrics | শায়ান চৌধুরী অর্ণব (জন্ম: ২৭ জানুয়ারি ১৯৭৮; অর্ণব নামেই অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। প্রথমদিকে তিনি বাংলাদেশী বাংলা ব্যান্ডের সদস্য হিসেবে কাজ করলেও পরবর্তীকালে প্রেয়ার হল নামে আলাদা একটি ব্যান্ড গঠন করেন। বর্তমানে তিনি কোক স্টুডিও বাংলা প্রথম মৌসুমের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন।

 

হোক কলরব লিরিক্স | Hok Kolorob Lyrics | Arnob

 

Singer – Arnob 
Song – Hok Kolorob 

 

হোক কলরব লিরিক্স | Hok Kolorob Lyrics | Arnob 

 

হোক কলরব লিরিক্স :

হোক কলরব ফুলগুলো সব

লাল না হয়ে নীল হলো ক্যান ?

অসম্ভবে কখন কবে

মেঘের সাথে মিল হলো ক্যান ? (x2)

হোক অযথা এসব কথা

তাল না হয়ে তিল হলো ক্যান ?

কুয়োর তলে ভীষণ জলে

খাল না হয়ে ঝিল হলো ক্যান ? (x2)

ধুত্তরি ছাই মাছগুলো তাই

ফুল না হয়ে চিল হলো ক্যান ?

হোক কলরব ফুলগুলো সব

লাল না হয়ে নীল হলো কেনো ?

লাল না হয়ে নীল

খাল না হয়ে ঝিল

তাল না হয়ে তিল

ফুল না হয়ে চিল হলো ক্যান ?

 

হোক কলরব লিরিক্স | Hok Kolorob Lyrics | Arnob 
Arnob

 

Hok Kolorob Lyrics :

Hok Kolorob Ful gulo Shob
Lal Na Hoye Nil Holo Keno ?
Oshombhobe Kokhon Kobe
Megher Sathe Mil Holo Ken ?

Hok Ojotha Eshob Kotha
Tal Na Hoye Til Holo Ken ?
Kuyor Tole Bhishon Jole
Khal Na Hoye Jhil Holo Ken ?

Dhuttori Chai Mach gulo Tai
Ful Na Hoye Chil Holo Ken ?
Hok Kolorob Ful gulo Shob
Lal Na Hoye Neel Holo Ken ?

প্রাথমিক জীবন:

শায়ান চৌধুরী অর্ণব ১৯৭৮ সালে বাংলাদেশের ঢাকায় জন্ম নেন। তার বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী। তিনি ঢাকার উইল্‌স্‌ লিট্‌ল্‌ ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা শুরু করেন, তবে এর কিছুদিন পর দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নের জন্য তাকে পশ্চিমবঙ্গের কোলকাতায় সাউথ পয়েন্ট স্কুলে পাঠানো হয়। অর্ণব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ ভবন থেকে মাধ্যমিক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে স্নাতকোত্তর (এমএফএ) সম্পন্ন করেন।

অর্ণবের চাচা তপন চৌধুরী বাংলাদেশের একজন সঙ্গীতশিল্পী।

সঙ্গীত জীবন:

হোক কলরব লিরিক্স | Hok Kolorob Lyrics | Arnob 
Arnob

 

সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালীন সময়ে অর্ণব এস্রাজ শেখা শুরু করেন। পরবর্তীকালে ধীরে-ধীরে সঙ্গীতের বিভিন্ন ধারা, বিশেষ করে পাশ্চাত্য সঙ্গীতের উপর তিনি জ্ঞান অর্জন করেন। বিদ্যালয়ে থাকাকালীন তিনি গিটার এবং কিবোর্ড বাজানো শুরু করেন। শান্তিনিকেতনের বাউল গান তার পরবর্তী সঙ্গীতে ছাপ ফেলে। ১৯৯৭ সালে অর্ণব নিজের কিছু ভারতীয় সঙ্গীদের সাথে বাংলা নামে ব্যান্ডদল গঠন করেন। পরবর্তিতে বুনো এবং আনুশেহ্‌ অনাদিল দলটিতে যোগ দেয়।

শান্তিনিকেতন থেকে বিদায় নিয়ে অর্ণব বাংলাদেশে ফিরে এলে বাংলা একটি পরিপূর্ণ বাংলাদেশী ব্যান্ড হিসাবে পরিচিত পায় যা ছিলো অর্ণব ও অন্যান্য ব্যান্ড সদস্যদের বহুদিনের স্বপ্ন। অর্ণব বাংলা ব্যান্ড ছাড়াও তিনি প্রেয়ার হল নামের একটি ব্যান্ডেরও সদস্য।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

২০০০ সালে তিনি বন্ধন নাটকের সূচনাসঙ্গীতে কণ্ঠ দেন এবং গানটি সেসময় বাংলাদেশের টেলিভিশন দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

২০১০ সাল থেকে তিনি আধখানা মিউজিক কোম্পানির অধিনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এখানে তিনি মিউজিক ভিডিও, প্রামাণ্যচিত্র এবং বিজ্ঞাপন ভিডিও ইত্যাদির নির্দেশনা দেন। সেখান থেকেই তার সঙ্গীতের সফর শুরু হয়। পাঠভবনে ছাত্রদের গাছতলায় গুরুশিষ্য পরম্পরায় পড়ানো হতো। বর্ষাকালে বৃষ্টি হলেই ক্লাস মুলতুবি রাখা হত। এই সময় অর্ণব তার কিছু বন্ধুদের সাথে বসে গান লিখতেন ও তাতে সুরারোপ করতেন।

আরও দেখুনঃ

Leave a Comment