ও সাথীরে যেওনা কখনো দূরে লিরিক্স | সাবিনা ইয়াসমিন (জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৫৪) একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
ও সাথীরে যেওনা কখনো দূরে লিরিক্স | O Sathi Re Jeona Kokhono Dure Lyrics | Salman | Shabnur | Shopner Thikana
Movie : Shopner Thikana (1995)
Singer : Sabina Yasmin And Andrew Kishore
Music Composer : Alam Khan
Lyrics : Monirujjaman Monir
Director : M A Khalek
Label : Anupam Movie Songs

ও সাথীরে যেওনা কখনো দূরে লিরিক্স :
ও সাথীরে.. যেওনা কখনো দূরে
ও সাথীরে যেওনা কখনো দূরে
তোমারি প্রানে আমার এই প্রান
তুমি ছাড়া বাঁচি কি করে,
ও সাথীরে যেওনা কখনো দূরে।
এই চোখে চেয়ে, নাও দেখে তুমি
ছবি করে তোমায় রেখেছি আমি।
সেই ছবি কভু দিও নাকো মুছে
থাকি যেন আমি তোমারি কাছে,
তোমারি মনে আমার এই মন
তুমি ছাড়া বাঁচি কি করে,
ও সাথীরে, যেওনা কখনো দূরে
ও সাথীরে, যেওনা কখনো দূরে।
এই পথে যদি ঝড় নেমে আসে
বাধা ভেঙ্গে আসবো তোমারি পাশে।
জীবনে আছি, মরনে-ও রবো
চিরদিনই ভালো বেসে যাবো,
তোমারি প্রেমে আমার এই প্রেম
তুমি ছাড়া বাঁচি কি করে।
ও সাথীরে যেওনা কখনো দূরে,
ও সাথীরে যেওনা কখনো দূরে।

O Sathi Re Jeona Kokhono Dure Lyrics :
O Sathi Re Jeona Kokhono Dure
O Sathi Re Jeo Na Kokhono Dure
Tomari praane amar ei praan
Tumi chara banchi ki kore
Ei chokhe cheye nao dekhe tumi
Chobi kore tomay rekhechi ami
Sei chobi kobhu dio nako muche
Thaki jeno ami tomari kache
Tomari mone amar ei mon
Tumi chara bachi ki kore
O Sathire Jeona Kokhono Dure
Ei pothe jodi jhor neme ashe
Badha venge ashbo tomari pashe
Jibone achi, moroneo robo
Chirodini valo beshe jabo
প্রারম্ভিক জীবন :
সাবিনা ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা লুতফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বেগম মৌলুদা খাতুন। পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। তার পাঁচ বোনের মাঝে চার বোনই সঙ্গীতের সাথে যুক্ত। তারা হলেন ফরিদা, ফৌজিয়া, নীলুফার এবং সাবিনা ইয়াসমিন। তার আরেক বোন নাজমা ইয়াসমিন। তার ভগ্নীপতি চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, সুরকার খান আতাউর রহমান এবং তার ভাগ্নে সঙ্গীতশিল্পী আগুন।

সাবিনা তার বাবার চাকরির সূত্রে নারায়ণগঞ্জে বেড়ে ওঠেন। শৈশব থেকে তিনি গানের পরিবেশে বেড়ে ওঠেছেন। তার বাবা রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তার মা মুর্শিদাবাদে সে সময়ের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও ওস্তাদ কাদের বক্সের কাছে গান শিখতেন। তার বড় বোন ফরিদা ও ফৌজিয়া দুর্গাপ্রসাদ রায়ের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতেন। তিনি ও নীলুফার তাদের সাথে বসতেন।

তার মা তাকে তালিমে সহায়তা করতেন এবং হারমোনিয়াম বাজিয়ে সঙ্গ দিতেন। হারমোনিয়াম বাজিয়ে তার শেখা প্রথম গান ছিল “খোকন মনি সোনা”। এছাড়া মায়ের কাছ থেকে তিনি সুপ্রীতি ঘোষের কয়েকটি গান শিখেন। মাত্র সাত বছর বয়সে তিনি প্রথম মঞ্চে গান করেন। পরবর্তীকালে ওস্তাদ পি সি গোমেজের কাছে একটানা ১৩ বছর গানের শাস্ত্রীয় গানের তালিম নিয়েছেন।