সুখে আমার বুক ভেসে যায় লিরিক্স | মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ১৯৯৬ সালে তোমার কোন দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্ৰকাশ করেছেন।
সুখে আমার বুক ভেসে যায় লিরিক্স | Shukhe Amar Buk Veshe Jai Lyrics | Monir Khan | Konok Chapa
singer : Monir Khan | Konok Chapa

সুখে আমার বুক ভেসে যায় লিরিক্স :
সুখে আমার বুক ভেসে যায়
ভালো বাসার কান্নায়,
সারাজিবন বাসবো আমি নিএ সুখেরি বন্যায়,,
আজ শুধু মনে হয় এ জিবন কিছু নয়,
তুমি ছারা এক দিনও বেচে থাকা দায়,
সুখে আমার বুক ভেসে যায় ভালো বাসার কান্নায়
সারা জিবন ভাসবো আমি নিএ সুখেরি বন্যায়
তুমি এমনি সজন যাকে দিএছি এ মন,
এ জিবনে তোমাকে বড় প্রয়জন,,
আজ শুধু মনে হয়,,,
আজ শুধু মনে হয় এ জিবন কিছু নয়,
তুমি ছারা এক দিনও বেচে থাকা দায়,,
সুখে আমার বুক ভেসে যায় ভালো বাসার কান্নায়
সারা জিবন ভাসবো আমি নিএ সুখেরি বন্যায়
যদি তোমাকে না পায় আমি মরে যেতে চাই,
পাষাপাষি চাইবার আর কিছু নাই,,,
আজ শুধু মনে হয়,,,,
আজ শুধু মনে হয় এ জিবন কিছু নয়
তুমি ছারা এক দিনও বেচে থাকা দায়
সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জিবন ভাসবো আমি নিয়ে সুখেরি বন্যায়
সঙ্গীত জীবন:
১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন।
১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে। তিনি যখন যার মধ্যে ভাল কিছু পেয়েছেন সেগুলি নিজের আয়ত্বে নেয়ার চেষ্টা করেছেন।
এইভাবে বেশ কিছুদিন যাবার পর তিনি অডিও মার্কেটে একটি স্থান নেবার কথা ভাবলেন। চিন্তা অনুযায়ী কাজ শুরু করলেন। মূলত কুটি মনসুরের উৎসাহে উৎসাহিত হয়ে মনির খান বাজারে নিজের গাওয়া গানের অ্যালবাম বের করার সিদ্ধান্ত নিলেন। জনপ্রিয় সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের সান্নিধ্য পাবার চেষ্টা করলেন।

মিল্টন খন্দকার মনির খানের গান শুনে খুশী হয়ে তার কণ্ঠে গাওয়া গানের একটি ক্যসেট বের করতে রাজি হলেন। ক্যাসেট বের করার উদ্দেশ্যে মনির আরও ভাল ভাবে গান চর্চার মাধ্যদিয়ে নিজেকে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে তৈরী করতে চেষ্টা করলেন। নিজেকে প্রস্তুত করতে মনির খানের সময় লেগেছিল ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত দীর্ঘ চার বছর।
১৯৯৬ সালে বিউটি কর্নার থেকে তার ১২টি গানের প্রথম একক অ্যালবাম তোমার কোন দোষ নেই বের হয়। অ্যালবামটি দারুণ জনপ্রিয়তা পায়। অ্যালবামটি জনপ্রিয়তা পাবার পর মনির খান রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। এরপর মনির খান আর থেমে থাকেননি। তিনি একের পর গানের অ্যালবাম বের করেছেন এবং প্রতিটি অ্যালবামে সফলতা পেয়েছেন।