মাওলা ইয়া সাল্লি লিরিক্স | Tanzeel Khan | বাংলা গজল…Maula Ya Salli Wa Sallim lyrics,……। গজল গানের প্রকৃতি কোমল, ভাবপ্রবণ ও সংবেদনশীল বলে তার পরিধির ক্ষেত্র কিছুটা সীমিত। এ ক্ষেত্রে তিনটি পর্যায় দেখা যায়। যেমন: কাব্যের ক্ষেত্রে, রাগের ক্ষেত্রে এবং তালের ক্ষেত্রে।
Maula Ya Salli Wa Sallim lyrics | Tanzeel Khan
মাওলা ইয়া সাল্লি লিরিক্স | তানজিল খান

মাওলা ইয়া সাল্লি লিরিক্স :
মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দা ইমান আবাদান
আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহি মি
মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দা ইমান আবাদান
আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহি মি
না কোয়ি আব যেসা হােগা না কোয়ি আব যেসাতা
না কোয়ি আব যেসা হােগা না কোয়ি আব যেসাতা
কোয়ি ছাবছে পুছে মুস্তোফা হুসনে কেসাতা
জামিন ও আসমানমে কোয়িভি মিসাল না মিলে
মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দা ইমান আবাদান
আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহি মি
দালিলে ইয়ে জেন্দেগি ওহে কামালে বান্দেগি ওহে
দালিলে ইয়ে জেন্দেগি ওহে কামালে বান্দেগি ওহে
কোয়িভি দোরহাে উসমে বারাজি আদমি ওহে ওহি
তুদিন দুনিয়া হে যাে বাতে আপনে কাহি
মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দা ইমান আবাদান
আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহি মি
শের:
গজল গান দুটো পঙ্ক্তি নিয়ে রচিত। প্রতিটি খণ্ডকে ‘শের’ বলা হয়। অনেকগুলো ‘শের’ নিয়ে গজলের অবয়ব। শের কখনও একই বক্তব্য নিয়ে রচিত। আবার এতে কখনও বিভিন্ন বিষয়বস্তুর উপস্থাপনা দেখা যায়। মূল কথা, গজলের কাব্য ভাবই মুখ্য। ভাষার লালিত্য, শব্দের ঝঙ্কায়, ছন্দের মাধুর্য গজলের বৈশিষ্ট্য। গজলের প্রথম শেরকে স্থায়ী এবং অন্যসব শেরকে ‘অন্তরা’ হিসেবে অভিহিত করা হয়। গজল গানে মূলত কাব্যিক ভাব প্রকাশিত।
রাগ:
রাগের ক্ষেত্রে গজল যে কোন রাগেই গীত হতে পারে। এর জন্য নির্দিষ্ট কোন রাগ নেই। তবে যেসব রাগেই গজল পরিবেশিত হয় সেসব রাগে শৃঙ্গার রস সুন্দরভাবে ফুটে ওঠে। তাই কাফি, পিলু, খাম্বাজ, ভৈরবি প্রভৃতি চটুল রাগের ব্যবহার গজলে বেশি দেখা যায়। তাই বলে দরবারি কানাড়া, মিয়া-কি-মল্লার, বিলাসখানি টোড়ি, চন্দ্রকোষ প্রভৃতি গম্ভীর চালের রাগেও গজল পরিবেশনে কোন বাধা নেই। তবে দ্রুপদ বা খেয়ালের মতো তাল, বাঁট করা হয় না এবং স্থায়ী ছাড়া সবগুলো অন্তরা একই সুরে গাওয়া হয়।
তাল:
তালের ক্ষেত্রে গজল পরিবেশনের পরিধি কিছুটা সীমিত। কাব্যনির্ভর গান বলে গজলে কোন কঠিন তাল ব্যবহার হয় না। তাতে গজলের কাব্যিকভাবে অন্তরায় সৃষ্টি হয়। তাই স্বল্পমাত্রা আর সরল ছন্দের কাহারবা ও দাদরা তালেই বেশিরভাগ গজল গীত হয়। তালের ক্ষেত্রেও কোন ধরনের কূটলয়কারী বা তেহাই প্রয়োগ করা হয় না এবং গজল প্রধানত মধ্য লয়ে পরিবেশিত হয়।
