আমায় একটু জায়গা দাও লিরিক্স | প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে (জন্ম: মে ১, ১৯১৯; মৃত্যু: ২৪ অক্টোবর, ২০১৩ ) ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ প্রায় ২৪টি ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সংগীত চর্চা করেছিলেন।
আমায় একটু জায়গা দাও লিরিক্স | মান্না দে
Amay Ektu Jayga Dao Lyrics | Manna Dey
Singer – Manna Dey
Song Name: Amay Ektu Jayga Dao Maaer Mondire Bosi
আমায় একটু জায়গা দাও লিরিক্স :
আমায় একটু জায়গা দাও,
মায়ের মন্দিরে বসি (x2)
মায়ের মন্দিরে বসি।
আমি অনাহুত একজন,
আমি অনাহুত একজন,
আমি অনাহুত একজন
অনেক দোষেতে দোষী।
আমায় একটু জায়গা দাও,
মায়ের মন্দিরে বসি
মায়ের মন্দিরে বসি।
আমি সবার পিছনে থাকবো
শুধু মনে মনে মাকে ডাকবো (x2)
কারো কাজে বাধা দিলে
সাজা দিও যত খুশী
আমায় সাজা দিও যত খুশী।
আমায় একটু জায়গা দাও,
মায়ের মন্দিরে বসি
আমি অনাহুত একজন,
অনেক দোষেতে দোষী।
আমায় একটু জায়গা দাও,
মায়ের মন্দিরে বসি,
মায়ের মন্দিরে বসি।
ভেবো না হঠাৎ সামনে গিয়ে
মায়ের চরণ ছুঁয়ে দেবো (x2)
দুর থেকে শুধু চোখের জলেতে
মার রাঙা পা ধুয়ে দেব।
শুধু আরতি যখন করবে,
মা’র পূজা–দীপ তুলে ধরবে (x2)
আমাকে দেখতে দিয়ো
মায়ের একটু হাঁসি,
মায়ের একটু হাঁসি।
আমায় একটু জায়গা দাও,
মায়ের মন্দিরে বসি
আমি অনাহুত একজন,
আমি অনাহুত একজন,
আমি অনাহুত একজন,
অনেক দোষেতে দোষী।
আমায় একটু জায়গা দাও,
মায়ের মন্দিরে বসি,
মায়ের মন্দিরে বসি ..
Amay Ektu Jayga Dao Lyrics
Amay Ektu Jayga Dao
Mayer Mondire Boshi [x2]
Mayer Mondire Bosi
Ami onahuto ekjon [x3]
Onek doshe-te doshi
Amay Ektu Jayga Dao
Mayer Mondire Boshi
Mayer Mondire Bosi
Ami shobar pichone thakbo
Sudhu mone mone maa-ke dakbo [x2]
Karo kaaje badha hole
Saja dio joto khushi
Amay Saja dio joto khushi
Bhebona hotath samne giye
Maayer choron chuye debo [x2]
Dur theke sudhu chokher jolete
Maar ranga paa dhuye debo
Sudhu aroti jokhon korbe
Maar puja-deep tule dhorbe [x2]
Amake dekhte dio
Maa-er ektu haashi
Maa-er ektu haasi
প্রথম জীবন:
মান্না দে ১৯৪২ সালে কৃষ্ণ চন্দ্র দে’র সাথে বোম্বে (বর্তমান মুম্বাই) দেখতে আসেন। সেখানে শুরুতে তিনি কৃষ্ণ চন্দ্র দে’র অধীনে সহকারী হিসেবে এবং তারপর শচীন দেব বর্মণ (এস.ডি. বর্মণ) এর অধীনে কাজ করেন। পরবর্তীতে তিনি অন্যান্য স্বনামধন্য গীতিকারের সান্নিধ্যে আসেন এবং তারপর স্বাধীনভাবে নিজেই কাজ করতে শুরু করেন। ঐ সময় তিনি বিভিন্ন হিন্দি চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনার পাশাপাশি উস্তাদ আমান আলি খান এবং উস্তাদ আব্দুল রহমান খানের কাছ থেকে হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন।
