ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স [ Dhoro jodi hothat shondhe lyrics ] | পার্থ ঘোষ

ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স [ Dhoro jodi hothat shondhe lyrics ] | পার্থ ঘোষ

পার্থ ঘোষ (ইংরেজি: Partha Ghose), (জন্ম ১৯৩৯), এফএনএসিসি একজন বাঙালি পদার্থবিজ্ঞানী, লেখক, দার্শনিক, সুরকার এবং প্রাক্তন অধ্যাপক এস. এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস, কলকাতার। তিনি প্রাক্তন চেয়ারম্যান সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট, কলকাতা এবং কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস এবং টেলিগ্রাফ শিক্ষা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য।

ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স [ Dhoro jodi hothat shondhe lyrics ] | পার্থ ঘোষ

গীতিকারঃ পার্থ ঘোষ

ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স [ Dhoro jodi hothat shondhe lyrics ] | পার্থ ঘোষ
পার্থ-ঘোষ

ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স :

ধরো যদি হঠাৎ সন্ধ্যে

তোমার দেখা আমার সঙ্গে

মুখোমুখি আমরা দুজন

মাঝখানে অনেক বারণ

বাইরে তখন হাওয়া ঝোড়ো

তুমি হয়তো অন্য কারো

আরও একবার বলবো সেদিন

আজ জানেকি জীদ না করো

ধরো যদি চেনা গন্ধে

মেতে উঠি চেনা ছন্দে

যদি ছুঁতে চাই  আবারও

জানি ছোঁয়া তবু বারণ

চলে যাবে হাওয়া ঝোড়ো

সময় ছিলো আমাদেরও

তবু আবার বলবো সেদিন

আজ জানেকি জীদ না করো

ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স [ Dhoro jodi hothat shondhe lyrics ] | পার্থ ঘোষ
পার্থ-ঘোষ

Dhoro jodi hothat sondhye english lyrics :

 

Dhoro Jodi Hothat Sondhye
Tomar dekha amar songey
Mukhomukhi amra dujon
Majhkhane onek baron

Baire tokhon hawa jhoro
Tumi hoyto onno karo
Aaro ekbar bolbo sedin
Aaj jaane ki zid na karo

Dhoro jodi chena gondhey
Mete uthi chena chondey
Jodi chute chai abaro
Jani chowa tobu baron

Chole jabe hawa jhoro
Somoy chilo amadero
Tobu abar bolbo sedin
Aaj jaane ki zid na karo

 

 

 

পার্থ ঘোষঃ

পার্থ-ঘোষ ভারতের আধুনিক বিজ্ঞানের বিখ্যাত জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে একজন। তিনি পদার্থবিজ্ঞানের ওপর প্রভাববিশিষ্ট পত্রিকা ও বই  এবং পাশাপাশি বিজ্ঞান বিষয়ে জনপ্রিয় বই লিখেছেন। তিনি ভারতীয় টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কোয়েস্ট’ এবং ‘ইউরেকার’ উপস্থাপকও ছিলেন। তিনি থিয়েটার পরিচালনা, গণমাধ্যম কর্মসূচি এবং জাতীয় পুরস্কার-বিজয়ী চলচ্চিত্র ‘দ্য কোয়ান্টাম ইন্ডিয়ানস’ সহ চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন, যা মহান ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, সি ভি রমন ও মেঘনাদ সাহা উপর ভিত্তি।

১৯৮৬-১৯৯০ সময়ের জন্য ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন (এনসিএসটিসি) গণমাধ্যমে পার্থ ঘোষের শ্রেষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তি কভারেজের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে। ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমী কর্তৃক বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য তাকে ইন্দিরা গান্ধী পুরষ্কারও প্রদান করা হয়।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

তাত্ত্বিক পদার্থবিজ্ঞান, বিশেষ করে “কোয়ান্টাম মেকানিক্সের” ফাউন্ডেশনগুলিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি বিশ্বের পদার্থবিজ্ঞানে পরিচিত।

পার্থ-ঘোষ(ইংরেজি: Partha Ghose), (জন্ম ১৯৩৯), এফএনএসিসি একজন বাঙালি পদার্থবিজ্ঞানী, লেখক, দার্শনিক, সুরকার এবং প্রাক্তন অধ্যাপক এস. এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস, কলকাতার। তিনি প্রাক্তন চেয়ারম্যান সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট, কলকাতা এবং কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস এবং টেলিগ্রাফ শিক্ষা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য।

রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও সঙ্গীত তার প্রদর্শনীতে বেশ কিছু গবেষণামূলক কাগজপত্র এবং সিডি প্রকাশ পেয়েছে, কয়েক বছরের জন্য তিনি বিশ্বভারতী সঙ্গীত বোর্ডের, মাননীয় সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি দেবব্রত বিশ্বাস এবং শান্তিদেব ঘোষের (রবীন্দ্রনাথের সরাসরি শিষ্য) কাছ থেকে রবীন্দ্র সঙ্গীতে প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি জাতীয় ভাষা নীতি, জ্ঞান কমিশন, ভারত সরকারের ওয়ার্কিং গ্রুপের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স [ Dhoro jodi hothat shondhe lyrics ] | পার্থ ঘোষ
পার্থ-ঘোষ

 

আরও দেখুনঃ

Leave a Comment