আগে যদি জানতাম লিরিক্স | Age jodi jantam lyrics | ফেরদৌস ওয়াহিদ

আগে যদি জানতাম লিরিক্স | Age jodi jantam lyrics | ফেরদৌস ওয়াহিদ

ফেরদৌস ওয়াহিদ একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশী পপ গায়ক এবং চলচ্চিত্র পরিচালক।

তিনি বাংলাদেশী চলচ্চিত্র কুসুমপুরের গল্প (কুসুমপুরের গল্প) দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি মুন্সীগঞ্জের (বিক্রমপুর) শ্রীনগরের কুসুমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

ওয়াহিদ 1970 সালে তার কর্মজীবন শুরু করেন। তার ছেলে হাবিব ওয়াহিদও দেশের একজন পপ গায়ক হয়ে ওঠেন। কেরিয়ার শুরু করার সময় তার কিছু হিট গানের সুর করেছেন আনিস জেড. চৌধুরী, লাকী আখন্দ এবং আলম খান।

ওয়াহিদ 2020 সালে সঙ্গীত শিল্প থেকে অবসর নেন।

 

আগে যদি জানতাম লিরিক্স | Age jodi jantam lyrics | ফেরদৌস ওয়াহিদ
ফেরদৌস ওয়াহিদ

 

Song Information:
Song: Age Jodi Janitam
Singer: Lucky Akhand & Ferdous Wahid

আগে যদি জানতাম লিরিক্স | Age jodi jantam lyrics | ফেরদৌস ওয়াহিদ

 

আগে যদি জানতাম লিরিক্স | Age jodi jantam lyrics | ফেরদৌস ওয়াহিদ
ফেরদৌস ওয়াহিদ

 

আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম লিরিক্স বাংলা :

তবে মন ফিরে চাইতাম,
এই জ্বালা আর প্রাণে সহে না…
এই জ্বালা আর প্রাণে সহে না।
আগে যদি জানিতাম
তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না..
এই জ্বালা আর প্রাণে সহে না।

ও.. মন রে,
কিসের তরে রয়ে গেলি তুই.

বলেছিলি তুই যে আমায়
আমি নাকি ভুলে যাবো
ভুলে আমি ঠিকই তো যেতাম
ও…পোড়া মনে তোরই কথা
বারে বারে বেজে ওঠে,
পোড়া মনে তোরই কথা
বারে বারে বেজে ওঠে
তাই তোকে আর ভোলা হইলো না রে
এই জ্বালা আর প্রাণে সহে না।

জানিনা কেনো যে আমায়,
একা ফেলে চলে গেলি
ভুলেও কি মনে পড়ে না
ও… তোরই মতো কোনদিনও
আমিও যে ভুলে যাবো
এই জ্বালা প্রাণে সইবো না রে..
এই জ্বালা আর প্রাণে সহে না।

আগে যদি জানতাম
তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না..
এই জ্বালা আর প্রাণে সহে না।

 

আগে যদি জানতাম লিরিক্স | Age jodi jantam lyrics | ফেরদৌস ওয়াহিদ
ফেরদৌস ওয়াহিদ

 

Age jodi jantam tobe mon fire chaitam lyrics in english :

Age jodi janitam
Tobe mon phire chaitam
Ei jwala aar praane sohe na
Ei jwala aar praane sohe na.
Age jodi jantam..
Tobe mon phire chaitam
Ei jwala aar praane sohe na
Ei jwala aar praane sohe na.

O.. Mono Re..
Kisher tore roye geli tui.
Bolechili tui je amay
Ami naki bhule jabo
Bhule ami thiki to jetam
O.. pora mone tori kotha
Bare-bare beje othey
Tai toke ar bhola hiolo na re
Ei jwala aar prane sohe na

Janina keno je amay
Eka fele chole geli..
Vule o ki mone pore na
O.. tori moto konodin o
Ami o je bhule jabo
Ei jala aar prane shoibo na..

Age jodi jantam..
Tobe mon phire chaitam
Ei jwala aar praane sohe na
Ei jwala aar praane sohe na.

 

আগে যদি জানতাম লিরিক্স | Age jodi jantam lyrics | ফেরদৌস ওয়াহিদ
ফেরদৌস ওয়াহিদ

 

https://www.youtube.com/watch?v=5yrwojrETFM

আরও দেখুন :

Leave a Comment