বৃষ্টি পরে টাপুর টুপুর লিরিক্স | Bristy Pore Tapur Tupur lyrics | Selim Chowdhury

বৃষ্টি পরে টাপুর টুপুর লিরিক্স | বাংলা সঙ্গীত বাংলার সহস্রাব্দ প্রাচীন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংগীতিক ঐতিহ্যটিকে নির্দেশ করে। ঐতিহাসিক বাংলা অঞ্চলটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিভক্ত। বাংলা ভাষায় রচিত ও বিভিন্ন শৈলীর সুরে সমৃদ্ধ বাংলা সঙ্গীতধারাটি এই উভয় অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তার অধিকারী।

বৃষ্টি পরে টাপুর টুপুর লিরিক্স | Bristy Pore Tapur Tupur lyrics | Selim Chowdhury

Lyrics: Bakiul Alom
Tune & Music: Mannan Mohammad
Label: Soundtek

songs

বৃষ্টি পরে টাপুর টুপুর লিরিক্স | Bristy Pore Tapur Tupur lyrics | Selim Chowdhury
বৃষ্টি পরে টাপুর টুপুর লিরিক্স | Bristy Pore Tapur Tupur lyrics | Selim Chowdhury

 

বৃষ্টি পরে টাপুর টুপুর লিরিক্স

 

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
বৃষ্টি পরে টাপুর টুপুর লিরিক্স | Bristy Pore Tapur Tupur lyrics | Selim Chowdhury
বৃষ্টি পরে টাপুর টুপুর লিরিক্স | Bristy Pore Tapur Tupur lyrics | Selim Chowdhury
আলতা রাঙা গায়ের বরন, দীঘল কালো চুল
লাজুক লাজুক মুখ যেনো ফোঁটা পদ্মফুল
আলতা রাঙা গায়ের বরন, দীঘল কালো চুল
লাজুক লাজুক মুখ যেনো ফোঁটা পদ্মফুল
বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়
বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়
বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়
ডাগর ডাগর চোখ যেনো তার ভালোবাসার ঘর
এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড়
একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়
একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়
একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়
বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়া সোনার নূপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়া সোনার নূপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়া সোনার নূপুর
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শিল্পী সেলিম :

বাংলার প্রাচীন সঙ্গীতকলা সংস্কৃত স্তোত্রসঙ্গীত প্রভাবিত। এই সময়কার বৈষ্ণব ভাবাশ্রিত কিছু ধর্মসঙ্গীতিগুলি আজও পূর্ব ভারতীয় মন্দিরগুলিতে গীত হয়। ত্রয়োদশ শতাব্দীতে কবি জয়দেব বিরচিত গীতগোবিন্দম্ এই জাতীয় সঙ্গীতের একটি বিশিষ্ট উদাহরণ। মধ্যযুগে নবাব ও বারো ভূঁইয়া নামে খ্যাত শক্তিশালী ভূস্বামীবর্গের পৃষ্ঠপোষকতায় প্রতিপালিত সঙ্গীতধারায় আবার হিন্দু ও মুসলমান সাংগীতিক রীতির এক অপূর্ব সমন্বয় দেখা যায়।

প্রাচীন ও মধ্যযুগীয় গানগুলির অধিকাংশই ছিল ধর্মীয় সঙ্গীত। মধ্যযুগের প্রথম পাদে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস, ও বলরামদাস প্রমুখ বৈষ্ণব পদকর্তাগণ রাধা-কৃষ্ণ বিষয়ক গানে জাগতিক ও আধ্যাত্মিক প্রেমচেতনার একটি পার্থক্য দর্শিয়েছেন। আবার মধ্যযুগের শেষ পাদে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ শাক্তপদাবলিকারগণ তাদের গানে ঈশ্বরকে শুদ্ধ মাতৃরূপে বন্দনার কথা বলেছেন। বৈষ্ণব ও শাক্তপদাবলি (শ্যামাসংগীত ও উমাসঙ্গীত) উভয়েরই মূল উপজীব্য হিন্দু ভক্তিবাদ|ভক্তিবাদী দর্শন। বৈষ্ণব সঙ্গীতে যখন জীবাত্মা-পরমাত্মাকেন্দ্রিক প্রেমভক্তির তত্ত্ব প্রচারিত হয়, তখনই শাক্তগানে তন্ত্র ও শুদ্ধা মাতৃবন্দনার এক সম্মিলন গড়ে ওঠে।

Leave a Comment