এই দুনিয়াটা পুতুল খেলা লিরিক্স | Ei duniyata putul khela lyrics, গানটিতে কণ্ঠ দিয়েছেন কুদ্দুস বয়াতি। তিনি একজন বাংলাদেশি লোকসঙ্গীত শিল্পী। তাকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের ‘লোকসঙ্গীতের মহাতারকা’ বলেও সম্বোধন করা হয়।
এই দুনিয়াটা পুতুল খেলা লিরিক্স | Ei duniyata putul khela lyrics | kuddus boyati | কুদ্দুস বয়াতি
এই দুনিয়াটা পুতুল খেলা লিরিক্স
এই দুনিয়াটা পুতুল খেলা
খেলাত নয়রে বাবা রঙের মেলা
খেলাত নয়রে বাবা রঙের মেলা
কিছু হাসি কিছু কান্নার ভেলা
এই দুনিয়াটা পুতুল খেলা
এই দুনিয়াটা পুতুল খেলা
এক দিন ছিলাম পুতুল
আবার হবো পুতুল
এক দিন ছিলাম পুতুল
আবার হবো পুতুল
মায়ের কোলেতে ছিলাম
অবোলা
এক দিন ছিলাম পুতুল
আবার হবো পুতুল
মায়ের কোলেতে ছিলাম অবোলা
মায়ে দোলা বালো জেরে দিয়া
টান দিয়া খোলে লইয়া
দোলা বালো জেরে দিয়া
টান দিয়া খোলে লইয়া
মোখেতে চোমা দিয়া বাসিতো ভালা
এই দুনিয়াটা পুতুল খেলা
এই দুনিয়াটা পুতুল খেলা
খেলাতো নয়রে বাবা রঙের মেলা
খেলাতো নয়রে বাবা রঙের মেলা
কিছু হাসি কিছু কান্নার ভেলা
এই দুনিয়াটা পুতুল খেলা
এই দুনিয়াটা পুতুল খেলা
কেউ বলবে আল্লা আল্লা
কেউ কাদবে হাইরে হাই
কেউ বলবে আল্লা আল্লা
কেউ কাদবে হাইরে হাই
কেউ কাটিবে মাঠি
কাচা বাশের পালকী
কেউ কাটিবে মাটি
কাচা বাশের পালকী
তোইলা নিয়ে জাবে নতুনো দোলা
এই দুনিয়াটা পুতুল খেলা
এই দুনিয়াটা পুতুল খেলা
খেলাতো নয়রে বাবা রঙের মেলা
খেলাতো নয়রে বাবা রঙের মেলা
কিছু হাসি কিছু কান্নার ভেলা
এই দুনিয়াটা পুতুল খেলা
এই দুনিয়াটা পুতুল খেলা
সেতো বড় জালা
ওরে মন পাগেলা
সেতো বড় জালা
ওরে মন পাগেলা
দিবা নিশি বসে গাতি
বিরহের মালা
এই দুনিয়াটা পুতুল খেলা
এই দুনিয়াটা পুতুল খেলা
খেলাতো নয়রে বাবা রঙের মেলা
খেলাতো নয়রে বাবা রঙের মেলা
কিছু হারি কিছু কান্নার ভেলা
এই দুনিয়াটা পুতুল খেলা
এই দুনিয়াটা পুতুল খেলা
এই দুনিয়াটা পুতুল খেলা।

কুদ্দুস বয়াতি:
আবদুল কুদ্দুস বয়াতি (জন্ম ২২ জানুয়ারি, ১৯৪৯) একজন বাংলাদেশি লোকসঙ্গীত শিল্পী। তাকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের ‘লোকসঙ্গীতের মহাতারকা’ বলেও সম্বোধন করা হয়। তিনি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরো দিন আছে’ শিরোনামে একটি গানের মাধ্যমে পরিচিতি পান। কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবকালীন ব্র্যাকের পক্ষ থেকে তিনি জাইনা চলেন, মাইনা চলেন গানে অংশ নেন।
কুদ্দুস বয়াতি ১৯৪৯ সালে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[৫] তার পিতার মাধ্যমে মাত্র ১১ বছর বয়স থেকে সঙ্গীত চর্চা শুরু করেন। আর্থিক অনটনে লেখাপড়ার সুযোগ পাননি। পরবর্তীতে কাজের সন্ধানে ঢাকা চলে আসেন। এ সময় কিছুদিন আফজাল হোসেনের সাথে পরিচয়ের সূত্র ধরে চারণ সঙ্গীতের প্রামাণ্যচিত্রে অভিনয় করেন।
আরও দেখুনঃ