চাঁদ কেন আসে না আমার ঘরে লিরিক্স | রাঘব চট্টোপাধ্যায়ের জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নৈহাটির একটি বাঙালি পরিবারে। তিনি খুব ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আকর্ষিত হন এবং নয় বছর বয়স থেকেই গিটার বাজাতে শুরু করেন। তার মা শীলা চট্টোপাধ্যায় এবং মামারা ধ্রুপদী সঙ্গীতশিল্পী ছিলেন
চাঁদ কেন আসে না আমার ঘরে লিরিক্স | Chand Keno Ashe Na Amar Ghore Lyrics | Raghab Chatterjee

Album Name: Amar Akash
Singer: Raghab Chatterjee
Music Director: Chiradip Dasgupta
Lyricist: Sumit Samaddar
চাঁদ কেন আসে না আমার ঘরে লিরিক্স :
চাঁদ কেন.. আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
হো.. চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ওও ..
চাঁদ কেন আসেনা আমার ঘরে..
চাঁদ কেন আসেনা আমার ঘরে
দিন যায় রাত যায়, বয়ে যায় সময়
ম্লান মুখ তার আজো সেই
চোখ চায়, মন চায় তবু ভাঙ্গা হৃদয়
সবি আছে চাঁদ শুধু নেই
মেঘেরা যদি গিয়েছে দূরে সরে..
চাঁদ কেন আসেনা আমার ঘরে..
জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়
আলো করে আঙিনা সবার
আমি আছি ভরসায় ঘোর অমানিশায়
কাটেনা কেন যে এ আঁধার
ভালোবাসা গুমরে কেঁদে মরে..
চাঁদ তবু আসেনা আমার ঘরে
হো.. চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ও..
চাঁদ কেন ….

Chand Keno Ashe Na Amar Ghore Song Lyrics :
Chand keno ashe na amar ghore
Chand keno ase na amar ghare
Se abhimanini aajo to bole ni
Abhimanini aajo to bole ni
ashbe kina se fire..oo..
Din jaay raat jaay boye jay shomoy
Mlan mukh tar aajo sei
Chokh chay mon chay tobu vanga hridoy
Shobi ache chand shudhu nei
Meghera jodi giyeche dure shore..
Jowar bhatay chand ashe chand jay
Aalo kore angina shobar..
Ami achi vorshay ghor amanishay
Kate na keno je andhar

https://www.youtube.com/watch?v=TrQir7HQYs8
রাঘব চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি জনপ্রিয় গায়ক এবং সুরকার। তিনি বাংলা আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি প্রভৃতি গেয়ে থাকেন। তিনি চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবেও কাজ করেছেন।
কবির প্রথম জীবন
রাঘব চট্টোপাধ্যায়ের জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নৈহাটির একটি বাঙালি পরিবারে। তিনি খুব ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আকর্ষিত হন এবং নয় বছর বয়স থেকেই গিটার বাজাতে শুরু করেন। তার মা শীলা চট্টোপাধ্যায় এবং মামারা ধ্রুপদী সঙ্গীতশিল্পী ছিলেন। তার মা তাকে প্রাথমিক হিন্দুস্তানি সঙ্গীতের শিক্ষা দেন এবং ধ্রুপদী সঙ্গীতের প্রতি তার আকর্ষণ জাগিয়ে তোলেন।
এরপর তিনি বিষ্ণুপুর ঘরানার ডক্টর অমিয়রঞ্জন বন্দোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষা করেন। তারপর আরো সাত বছর সঙ্গীত রিসার্চ একাদেমিতে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে পাতিয়ালা ঘরানার ধ্রুপদী সঙ্গীতের শিক্ষা নেন। এরপরে তিনি উস্তাদ রশিদ খানের কাছে তার হিন্দুস্তানি সঙ্গীতের শিক্ষা চালিয়ে যেতে থাকেন।
কবির সঙ্গীত জীবন
রাঘব চট্টোপাধ্যায় ১৯৯৬ খ্রিষ্টাব্দে এইচএমভি-এফএম আয়োজিত গোল্ডেন ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। তিনি সঙ্গীত রিসার্চ একাদেমির স্কলারশিপও পান। এরপর থেকেই তিনি চলচ্চিত্র, টিভি সিরিয়াল এবং বিজ্ঞাপনের জন্য গাইতে শুরু করেন। তার প্রথম দিকের চলচ্চিত্রগুলির মধ্যে ছিল ‘মায়ার বন্ধন’, ‘এই টুকু ভালোবাসা’। টিভি সিরিয়ালের মধ্যে ছিল ‘কাঁটা তারের বেড়া’, ‘পাঁচতারা’, ‘এক চিলতে রোদ্দুর’ প্রভৃতি। তিনি জনপ্রিয় টিভি চ্যানেল যেমন ই-টিভি, আলফা, তারা ও আকাশ বাংলা চ্যানেলে বিজ্ঞাপনের জন্য গান গান। তিনি ২০০২ খ্রিষ্টাব্দে হিন্দি দেবদাস চলচ্চিত্রে গান গেয়েছিলেন।
রাঘব চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা ক্যাসেট অ্যালবাম ছিল ‘ভোরের আলো’। তার প্রথম হিন্দি একক অ্যালবাম ‘রিস্তা’ কসমিক মিউজিক থেকে প্রকাশিত হয়।
আরও দেখুনঃ
- মা গান জেমস লিরিক্স | Maa Gan James Lyrics | James
- বুকুল ফুল বুকুল ফুল লিরিক্স। Bokul Ful Bokul Ful Lyrics | Joler Gaan
- মুহাম্মদের নাম লিরিক্স | Muhammader nam lyrics | Kazi nazrul islam | 1939
- তোমার আমার দেখা লিরিক্স | Tomar amar dekha lyrics | S I Tutul
- মনের মাঝে তুমি লিরিক্স | Moner majhe tumi lyrics | Udit narayan | Sadhana sargam