এমন মানব জনম আর কি হবে লিরিক্স | emon manob ar ki hobe lyrics | লালন শাহ

এমন মানব জনম আর কি হবে লিরিক্স : লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত ২৮৮টি গান। কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি, তবে কয়েকটি গানে তিনি নিজেকে “লালন ফকির” হিসাবে আখ্যায়িত করেছেন। তার মৃত্যুর পনেরো দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, “ইহার জীবনী লিখিবার কোন উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলিতেন না। শিষ্যরা তাঁহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশত কিছুই বলিতে পারে না।”

 

এমন মানব জনম আর কি হবে লিরিক্স | emon manob ar ki hobe lyrics | লালন শাহ

লালন শাহ

 

এমন মানব জনম আর কি হবে লিরিক্স | emon manob ar ki hobe lyrics | লালন শাহ
লালন শাহ

 

এমন মানব জনম আর কি হবে লিরিক্স :

 

এমন মানব জনম আর কি হবেমন যা কর ত্বরায় কর এই ভবেএমন মানব জনম আর কি হবেমন যা কর ত্বরায় কর এই ভবে
অনন্ত রুপ সৃষ্টি করলেন সাঁইশুনি মানবের উত্তর কিছুই নাইঅনন্ত রুপ সৃষ্টি করলেন সাঁইশুনি মানবের উত্তর কিছুই নাই
দেব-দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবেমন যা কর ত্বরায় কর এই ভবে
এমন মানব জনম আর কি হবেমন যা কর ত্বরায় কর এই ভবে
কত ভাগ্যের ফলে না জানিমন রে, পেয়েছ এই মানব-তরণীকত ভাগ্যের ফলে না জানিমন রে, পেয়েছ এই মানব-তরণীবেয়ে যাও ত্বরায় তরী
সুধারায় যেন ভরা না ডোবেমন যা কর ত্বরায় কর এই ভবে
এমন মানব জনম আর কি হবেমন যা কর ত্বরায় কর এই ভবে
এই মানুষে হবে মাধুর্য্য ভজনতাইতে মানুষ রুপ গঠল নিরঞ্জনএই মানুষে হবে মাধুর্য্য ভজনতাইতে মানুষ রুপ গঠল নিরঞ্জনএবার ঠকলে আর না দেখি কিনারঅধীন লালন তাই ভাবে
এবার ঠকলে আর না দেখি কিনারঅধীন লালন তাই ভাবেমন যা কর ত্বরায় কর এই ভবে
এমন মানব জনম আর কি হবেমন যা কর ত্বরায় কর এই ভবে
এমন মানব জনম আর কি হবে লিরিক্স | emon manob ar ki hobe lyrics | লালন শাহ

emon manob ar ki hobe lyrics in english :

Emon manob jonom aar ki hobe
Mon ja koro toray koro ei vobe

Ononto rup shristhi korlen shai
Shuni manober uttom kichu nai
Debdobota gon kore aradhon
Jonmo nite manobe

Koto bhagger fole na jani
Manob re peyecho ei manob toroni
BEye jao toray shudha bay
Jeno vora na dube

Ei manushe hobe madhurjo vojon
Tai to manush rup gothole nironjon
Eber thokle aar na dekhi kinar
Odhin lalon tai vabe
Emon manob jonom aar ki hobe
Mon ja koro toray koro ei vobe

 

 

এমন মানব জনম আর কি হবে লিরিক্স | emon manob ar ki hobe lyrics | লালন শাহ
লালন শাহ্‌

 

লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালনলালন সাঁইলালন শাহমহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে ফকিরি গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে।গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।

আরও দেখুনঃ

Leave a Comment