তোমার আমার দেখা লিরিক্স, তোমার আমার দেখা হবে ঐ পারে গানটি গেয়েছেন এস আই টুটুল। তিনি একজন বাংলাদেশী গায়ক, সুরকার, গীতিকার ও অভিনয়শিল্পী। তিনি ধ্রুবতারা ব্যান্ড এ লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। তিনি আইয়ুব বাচ্চুর সাথে দীর্ঘদিন কাজ করেছেন।
তোমার আমার দেখা লিরিক্স | Tomar amar dekha lyrics | S I Tutul
কণ্ঠ শিল্পি: এস আই টুটোল
তোমার আমার দেখা হবে ঐ পারে লিরিক্স
হৃদয়ের লেনাদেনা
এপারেতে আর হবেনা,
হৃদয়ের লেনা দেনা
এপারেতে আর হবেনা,
দেখা হবে, দেখা হবে ঐ পারে
তোমার আমার দেখা হবে ঐ পারে, বন্ধু
তোমার-আমার দেখা হবে ওই পারে,
তোমার আমার-দেখা হবে ওই পারে, বন্ধু
তোমার আমার-দেখা হবে ওই পারে।
আমি জনম জনম ঘুরিয়া
তোমায় কাছে না পাইয়া,
ভালোবাসা রাখিলাম যতন করে
বন্ধু যত্ন করে।
ও.. তোমার প্রেমে মজিয়া
চোখের জলে ভাসিয়া,
কেউ জানে না কিসের আগুন
আমার অন্তরে, বন্ধু আমার অন্তরে
হৃদয়ের লেনা দেনা
এপারেতে আর হবেনা,
দেখা হবে, দেখা হবে ওই পারে
তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে।
থাকিও থাকিও তুমি
ঐপারেতে গিয়া,
আসিবো আসিবো আমি
প্রেমের তরী নিয়া, বন্ধু
প্রেমের তরী নিয়া।
ও.. তোমার আমার এই প্রনয়ে
ভুল যদি না থাকে,
ওই পারেতে আইসো তুমি
প্রেমো মালা হাতে, বন্ধু
প্রেমো মালা হাতে।
হৃদয়ের লেনাদেনা
এপারেতে আর হবে না,
হৃদয়ের লেনা দেনা
এপারেতে আর হবেনা,
দেখা হবে, দেখা হবে ঐ পারে
তোমার আমার দেখা হবে ঐ পারে, বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু
ওই পারে,
তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে।
tomar amar dekha hobe oi pare lyrics in english
Dekha hobe dekha hobe oi pare
Tomar amar dekha hobe oipare
Ami jonom jonom ghuriya
Tomay kache na paiya
Tomar preme mojiya chokher jole vasiya
Keu jane na kiser aagun
Amar ontone bondhu amar antore

এস আই টুটুল:
শৈশব থেকেই টুটুল নিজেকে সঙ্গীতে নিয়োজিত রেখেছেন এবং সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। যদিও তিনি পিয়ানোর উপর প্রশিক্ষণ নিয়েছেন তবুও তিনি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন। টুটুল নিজেই একজন শব্দ প্রকৌশলী। টুটুল মূলত এল আর বি ব্যান্ড এর একজন সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি ফেস টু ফেস নামে একটি ব্যান্ড দল গঠন করেন যা ২০০৫ সালে ধ্রুবতারা ব্যান্ড নামে আত্মপ্রকাশ করে।
দারুচিনি দ্বীপ নামক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য তিনি ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র সেরা সঙ্গীত পরিচালকের এবং ২০১০ সালে সেরা প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভূষিত হন (ভালবাসলেই ঘর বাধা যায় না) চলচ্চিত্রে।
২০১৫ সালে আবারও দুইটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন (বাপ জানের বায়োস্কোপ) চলচ্চিত্রে সেরা প্লেব্যাক সংগীত শিল্পী ও সেরা সুরকার হিসাবে তিনি ভারতের চেন্নাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিরন্তর চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালক হিসেবে ২০০৬ সালে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।
১৯৯৯ সালে টুটুল বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল তানিয়া আহমেদ এর সাধে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তাকে ডিভোর্স দেন এবং আমেরিকা প্রবাসী উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেন।

আরও দেখুনঃ