একাওরের মা জননী লিরিক্স | Ekattorer Ma Jononi Lyrics | আগুন | রুনা লায়লা | বিক্ষোভ

একাওরের মা জননী লিরিক্স ; রুনা লায়লা তিনবার বিয়ে করেন। প্রথমবার তিনি খাজা জাভেদ কায়সারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয়বার তিনি সুইস নাগরিক রন ড্যানিয়েলকে বিয়ে করেন। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশি অভিনেতা আলমগীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার এক কন্যা – তানি লায়লা। তার দুই নাতি জাইন এবং অ্যারন।

একাওরের মা জননী লিরিক্স | Ekattorer Ma Jononi Lyrics | আগুন | রুনা লায়লা

শিল্পীঃ আগুন ও রুনা লায়লা
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ বিক্ষোভ

একাওরের মা জননী লিরিক্স | Ekattorer Ma Jononi Lyrics | আগুন | রুনা লায়লা

একাওরের মা জননী লিরিক্স :

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

যারা অস্ত্র হাতে ধরেছিল,

মাগো, তোমার তরে মরেছিল,

ও মা, যাদের ভয়ে পালিয়েছিল শত্রুসেনার দল।

ও ও ও ও মা আ আ আ আ আ

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

আজও কেন তোমার বুকে জ্বলছে আগুন,

চলছে গুলি, মরছে মানুষ?

জবাব তোমায় দিতেই হবে মা গো,

জবাব তোমায় দিতেই হবে মা।

একাওরের মা জননী লিরিক্স | Ekattorer Ma Jononi Lyrics | আগুন | রুনা লায়লা

সন্ত্রাসীদের হাতে কেন জিম্মি তুমি,

স্বদেশ আমার, মাতৃভূমি?

জবাব তোমায় দিতেই হবে মা গো,

জবাব তোমায় দিতেই হবে মা।

কেন বিদ্যালয়ে ফুটছে বোমা?

এই কি পেলাম শিক্ষা ও মা?

লাঞ্চিত আজ শিক্ষা গুরু চোখে দুঃখের জল!

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

আজও কেন তোমার বুকে ঘুরছে তারা,

একাত্তরের দালাল যারা?

জবাব তোমায় দিতেই হবে মা গো,

জবাব তোমায় দিতেই হবে মা।

লাখো লাখো শহিদ কেন রক্ত দিল,

এই কি তাদের স্বপ্ন ছিল?

জবাব তোমায় দিতেই হবে মা গো,

জবাব তোমায় দিতেই হবে মা।

ও মা রক্তে ভেজা এই না মাটি,

জীবন দিয়ে রাখব খাটি।

শপথ নিলাম আজকে তরুণ ছাত্রছাত্রী দল।

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

যারা অস্ত্র হাতে ধরেছিল,

মাগো, তোমার তরে মরেছিল,

ও মা, যাদের ভয়ে পালিয়েছিল শত্রুসেনার দল।

ও ও ও ও মা আ আ আ আ আ

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তিসেনার দল?

https://www.youtube.com/watch?v=hojaivWsZ-c

রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর ১৯৫২) একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা

লায়লা ছিলটি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন। পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

প্রাথমিক জীবন

রুনা লায়লা তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সংগীত শিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সংগীত শিল্পী। তার যখন আড়াই বছর বয়স তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে,তার বাবার বাড়ী রাজশাহীতে।

কর্মজীবন

১৯৬৬ সালে লায়লা উর্দু ভাষার হাম দোনো চলচ্চিত্রে “উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা” গান দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন। ১৯৬০-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তিনি জিয়া মহিউদ্দিন শো-তে গান পরিবেশন করতেন এবং ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন।

১৯৭৪ সালে তিনি কলকাতায় “সাধের লাউ” (সিলেটি গান) এর রেকর্ড করেন। একই বছর মুম্বাইয়ে তিনি প্রথমবারের মত কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন। এসময়ে দিল্লিতে তার পরিচালক জয়দেবের সাথে পরিচয় হয়, যিনি তাকে বলিউড চলচ্চিত্রে এবং দূরদর্শনের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুযোগ করে দেন। এক সে বাড়কার এক চলচ্চিত্রের শীর্ষ গানের মাধ্যমে তিনি সংগীত পরিচালক কল্যাণজি-আনন্দজির সাথে প্রথম কাজ করেন।

এই গানের রেকর্ডিংয়ের সময় প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন। তিনি “ও মেরা বাবু চেল চাবিলা” ও “দামা দম মাস্ত কালান্দার” গান দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।

রুনা লায়লা চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামক চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছেন। শিল্পী চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র দ্য বডিগার্ড-এর ছায়া অবলম্বনে চিত্রিত হয়েছে।

আরও দেখুন:

Leave a Comment