তলা আল বাদরু আলাইনা লিরিক্স | Talaa Al Badru Alayna Lyrics | গজল

তলা আল বাদরু আলাইনা লিরিক্স  | ১৪০০ বছরেরও বেশি পুরনো এই গজলটি গাওয়া হয়েছিল মহানবী (সঃ) যখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। দারুণ এই গজলটির লিরিক্স এবং অনুবাদ চলুন দেখে আসি।

তলা আল বাদরু আলাইনা লিরিক্স | Talaa Al Badru Alayna Lyrics | গজল

তলা আল বাদরু আলাইনা লিরিক্স | Talaa Al Badru Alayna Lyrics | গজল
তলা আল বাদরু আলাইনা লিরিক্স | Talaa Al Badru Alayna Lyrics | গজল

তলা আল বাদরু আলাইনা লিরিক্স :

তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা
ওজাবাশ শুক’রু আলাইনা
মা দা আ লিল্লাহি দা
আইয়্যু হা’ল মাব উ’ছু ফিনা
জি’তা বি’ল-আম্রিল -মু’তা
জি’তা শার’রাফ তা’ল-মদিনা
মারহাবান ইয়া খাইরা দা

তলা আল বাদরু আলাইনা লিরিক্স | Talaa Al Badru Alayna Lyrics | গজল
বাংলা গজল

অনুবাদ:

পূর্ণিমার চাঁদ আমাদের উপর এসেছে
ওয়া’দা উপত্যকা থেকে
এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের অবশ্য কর্তব্য
যতদিন আল্লাহকে ডাকার মত কেউ থাকবে
ওহ, আমাদের পথ প্রর্দশক আজকে আমাদের মধ্যে
যিনি উপদেশ নিয়ে এসেছেন যার প্রতি আমাদের কর্ণপাত করতে হবে
আপনি এই শহরের জন্য মর্যাদা বয়ে নিয়ে এসেছেন
স্বাগতম আপনাকে, যিনি আমাদের সঠিক পথ দেখাবেন

শের:

গজল গান দুটো পঙ্‌ক্তি নিয়ে রচিত। প্রতিটি খণ্ডকে ‘শের’ বলা হয়। অনেকগুলো ‘শের’ নিয়ে গজলের অবয়ব। শের কখনও একই বক্তব্য নিয়ে রচিত। আবার এতে কখনও বিভিন্ন বিষয়বস্তুর উপস্থাপনা দেখা যায়। মূল কথা, গজলের কাব্য ভাবই মুখ্য। ভাষার লালিত্য, শব্দের ঝঙ্কায়, ছন্দের মাধুর্য গজলের বৈশিষ্ট্য। গজলের প্রথম শেরকে স্থায়ী এবং অন্যসব শেরকে ‘অন্তরা’ হিসেবে অভিহিত করা হয়। গজল গানে মূলত কাব্যিক ভাব প্রকাশিত।

রাগ:

রাগের ক্ষেত্রে গজল যে কোন রাগেই গীত হতে পারে। এর জন্য নির্দিষ্ট কোন রাগ নেই। তবে যেসব রাগেই গজল পরিবেশিত হয় সেসব রাগে শৃঙ্গার রস সুন্দরভাবে ফুটে ওঠে। তাই কাফি, পিলু, খাম্বাজ, ভৈরবি প্রভৃতি চটুল রাগের ব্যবহার গজলে বেশি দেখা যায়। তাই বলে দরবারি কানাড়া, মিয়া-কি-মল্লার, বিলাসখানি টোড়ি, চন্দ্রকোষ প্রভৃতি গম্ভীর চালের রাগেও গজল পরিবেশনে কোন বাধা নেই। তবে দ্রুপদ বা খেয়ালের মতো তাল, বাঁট করা হয় না এবং স্থায়ী ছাড়া সবগুলো অন্তরা একই সুরে গাওয়া হয়।

তাল:

তালের ক্ষেত্রে গজল পরিবেশনের পরিধি কিছুটা সীমিত। কাব্যনির্ভর গান বলে গজলে কোন কঠিন তাল ব্যবহার হয় না। তাতে গজলের কাব্যিকভাবে অন্তরায় সৃষ্টি হয়। তাই স্বল্পমাত্রা আর সরল ছন্দের কাহারবা ও দাদরা তালেই বেশিরভাগ গজল গীত হয়। তালের ক্ষেত্রেও কোন ধরনের কূটলয়কারী বা তেহাই প্রয়োগ করা হয় না এবং গজল প্রধানত মধ্য লয়ে পরিবেশিত হয়।

আরও দেখুন:

Leave a Comment