একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স | Ekdin Matir Vitore Hobe Ghor Lyrics | বাউল মুনীর সরকার

একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স | Ekdin Matir Vitore Hobe Ghor Lyrics | বাউল শিল্পী বা বাউল সাধক বা বাউল একটি বিশেষ ধরণের গোষ্ঠী ও লোকাচার সঙ্গীত পরিবেশক, যারা গানের সাথে সাথে সুফিবাদ, দেহতত্ত্ব প্রভৃতি মতাদর্শ প্রচার করে থাকে। বাউল সাধক বাউল সঙ্গীত পরিবেশন করে থাকে। বাউল গান পঞ্চবিংশ শতাব্দীতে লক্ষ্য করা গেলেও মূলত কুষ্টিয়ার লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচিতি লাভ করে বাংলাদেশসহ সারা বিশ্বের নিকট। বাউলদের সাদামাটা জীবন ধারণ ও একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। ২০০৫ খ্রিষ্টাব্দে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউলদের বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে।

একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স | Ekdin Matir Vitore Hobe Ghor Lyrics | বাউল মুনীর সরকার

Song : Ekdin Matir Vitore Hobe Ghor
একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স | Ekdin Matir Vitore Hobe Ghor Lyrics | বাউল মুনীর সরকার

একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স :

একদিন মাটির ভিতরে হবে ঘর
ও মন আমার
কেন বাঁধো দালান ঘর,
ও মন আমার
কেন বাঁধো দালান ঘর?
প্রান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবি রবে তুমি যাবে চলে।
বন্ধু বান্ধব যত, হায়
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত,
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত,
সকলি হবে তোমার পর
রে মন আমার,
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
একদিন মাটির ভেতোরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
দেহ তোমর চর্মচর
গলে পচে যাবে,
শিরার উপশিরা গুলি
ছিন্ন-ভিন্ন হবে।
মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড,
মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড,
পড়ে রবে মাটিরো উপর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
একদিন মাটির ভিতোরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
রুপেরি গৌরবে সাজিয়াছো সাজ
সোন দানা কত কি আর
রাজকিয় পোশাক।
যেদিন প্রন চালে যাবে
সবই পড়ে রবে,
প্রন চালে যাবে
সবই পড়ে রবে,
গায়ে দেবে মার কিনুথন
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
একদিন মাটির ভেতরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স | Ekdin Matir Vitore Hobe Ghor Lyrics | বাউল মুনীর সরকার

Ekdin Matir Vitore Hobe Ghor Lyrics :

Ekdin matir vetore hobe ghor

o mon amar

Keno bandho dalan ghor

o mon amar

Keno bandho dalan ghor

 

Praan pakhi ure jabe pinjor chere

Dhoradhame sobi robe tumi jabe chole

 

Bondhu bandhob joto, hai

Bondhu bandhob joto

mata pita tara suto

Bondhu bandhob joto

mata pita tara suto

Sokoli hobe tomar por

o mon amar

Keno bandho dalan ghor

o mon amar

Keno bandho dalan ghor

 

Ekdin matir bhetore hobe ghor

o mon amar

Keno bandho dalan ghor

o mon amar

Keno bandho dalan ghor

 

deho tomar chrmochor

gole poche jabe

sirar uposira guli

chinno vinno hobe

 

mundu merudondo

sobi hobe khondo khondo

mundu merudondo

sobi hobe khondo khondo

pore robe matiro upor

o mon amar

Keno bandho dalan ghor

https://www.youtube.com/watch?v=1kU0thUGAg4

একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স | Ekdin Matir Vitore Hobe Ghor Lyrics | বাউল মুনীর সরকার

বাংলার বাউল শাব্দিক অর্থ

বাংলার বাউল বা বাউল সংগীত অদ্যাবধি গবেষকেরা যেমন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিতে পারেন নি, তবে বাউলের উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক কোনো গবেষক বলেছেন- সংস্কৃত “বায়ু” থেকে বাউল শব্দটির উৎপত্তি, বাংলার যে সব লোক “বায়ু” অর্থাৎ শ্বাস-প্রশ্বাস ক্রিয়ার সাহায্যে সাধনার মাধ্যমে আত্মিক শক্তি লাভ করার চেষ্টা করেন, তারাই বাউল।

কেও কেও বলেছেন, সংস্কৃত “বাতুল” শব্দ থেকে বাউল শব্দটির উৎপত্তি, এই গবেষকদের মতে- যে সব লোক প্রকৃতই পাগল, তাই তারা কোনো সামাজিক বা ধর্মের কোনো বিধিনিষেধ মানে না, তারাই বাউল। কেও বলেছেন “বাউর” শব্দ থেকে বাউলের উৎপত্তি, এর অর্থ এলো-মেলো, বিশৃঙ্খল, পাগল।

উৎপত্তি

শান্তিনিকেতনের বাটিক প্রিন্টিংয়ে বাউলের চিত্র।

বাউল শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। অতিপ্রাচীনকাল থেকে বাউল শব্দটির প্রচলন লক্ষ করা যায়। আনুমানিক সপ্তদশ শতক থেকে বাউল নামের ব্যবহার ছিল বলে জানা যায়, চৈতন্যচরিতামৃত গ্রন্থের আদিলীলা অংশে এর ব্যবহার লক্ষ করা করা যায়, চৈতন্যচরিতামৃত গ্রন্থে মহাপ্রভু, রামানন্দ রায় ও সনাতন গোস্বামীর নিকট কৃষ্ণ বিরহ বিধুর নিজেকে মহাবাউল হিসেবে আখ্যায়িত করেছেন। সেই থেকে অনুমান করা হয়,বাউল শব্দের উৎপত্তির কথা। বাউলের রয়েছে নানাবিধ শাখাপ্রশাখা, একেক সম্প্রদায়ের বাউলেরা একেক মত অনুসারী, সেগুলো তাদের সম্প্রদায়ভেদে ধর্মীয় উপাসনার একটি অংশ।

আরও দেখুনঃ

Leave a Comment