বাবা মানে হাজার বিকেল লিরিক্স | ২০২১ সালের মাহে রমজানে একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত ‘পবিত্র কোরআনের আলো’ অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গানটি গান জাইমা নূর। তার গাওয়া গানে উপস্থিত বিচারকরা অঝরে কেঁদে ফেলেন।
বাবা মানে হাজার বিকেল লিরিক্স | Baba Mane Hajar Bikel Lyrics | gojol | জাইমা নূর
শিল্পীঃ জাইমা নূর
কথা ও সুরঃ তাসনীম সাদিয়া
বাবা মানে হাজার বিকেল লিরিক্স :
বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ
আমি যতই এলোমেলো ভুলের অভিধান

বাবা তুমি সময় মত সহজ সমাধান
জীবনের টানাপোড়েন কিছুই না জানি
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি
বাবার কাছে হইনা কাল আমি কোনদিনই
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি
বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া
বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা
ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে
আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে
চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে
মা বলে ডাকবে বল সারা জীবন ধরে
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে
কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি
সংগীত জগৎকে বিদায় জানালেন ‘বাবা মানে হাজার বিকেল’ খ্যাত জনপ্রিয় ইসলামী সঙ্গীতশিল্পী জাইমা নূর। জুলাই মাসের প্রথম দিন সন্ধ্যায় একটি ইউটিউব চ্যানেল আয়োজিত লাইভ অনুষ্ঠানে এসে তিনি নিজেই এ ঘোষণা দেন। জাইমা নূর বলেন, আমি গান গেয়েছি আল্লাহর জন্য। এ অঙ্গন থেকে বিদায়ও নিচ্ছি আল্লাহর জন্য। আমি যা করেছি, করছি সবই আল্লাহর খুশির জন্য।