বাবা মানে হাজার বিকেল লিরিক্স | Baba Mane Hajar Bikel Lyrics | gojol | জাইমা নূর

বাবা মানে হাজার বিকেল লিরিক্স | ২০২১ সালের মাহে রমজানে  একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত ‘পবিত্র কোরআনের আলো’ অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গানটি গান জাইমা নূর। তার গাওয়া গানে উপস্থিত বিচারকরা অঝরে কেঁদে ফেলেন।

বাবা মানে হাজার বিকেল লিরিক্স | Baba Mane Hajar Bikel Lyrics | gojol | জাইমা নূর

 

শিল্পীঃ জাইমা নূর

কথা ও সুরঃ তাসনীম সাদিয়া

 

বাবা মানে হাজার বিকেল লিরিক্স | Baba Mane Hajar Bikel Lyrics | gojol | জাইমা নূর

 

বাবা মানে হাজার বিকেল লিরিক্স :

বাবা মানে হাজার বিকেল

আমার ছেলে বেলা

বাবা মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভালো

যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা

আমার অনেক ঋণ

আমি যতই এলোমেলো ভুলের অভিধান

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

বাবা তুমি সময় মত সহজ সমাধান

জীবনের টানাপোড়েন কিছুই না জানি

আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি

বাবার কাছে হইনা কাল আমি কোনদিনই

বাবা ডাকে আদর করে আমায় সোনামণি

বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া

বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা

ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে

আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে

চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে

মা বলে ডাকবে বল সারা জীবন ধরে

বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে

কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

সংগীত জগৎকে বিদায় জানালেন ‘বাবা মানে হাজার বিকেল’ খ্যাত জনপ্রিয় ইসলামী সঙ্গীতশিল্পী জাইমা নূর। জুলাই মাসের প্রথম দিন সন্ধ্যায় একটি ইউটিউব চ্যানেল আয়োজিত লাইভ অনুষ্ঠানে এসে তিনি নিজেই এ ঘোষণা দেন। জাইমা নূর বলেন, আমি গান গেয়েছি আল্লাহর জন্য। এ অঙ্গন থেকে বিদায়ও নিচ্ছি আল্লাহর জন্য। আমি যা করেছি, করছি সবই আল্লাহর খুশির জন্য।

আরও দেখুনঃ

Leave a Comment