যোগাযোগ

শর্তাবলি ও যোগাযোগ বিষয়ক সকল পাতার লিংক এখানে যুক্ত করা হল। আমাদের সঙ্গীত বিভাগে আপনাকে স্বাগত জানাই। সঙ্গীত বিভাগে আমরা আয়োজন রাখছি সঙ্গীত বিষয়ক বিভিন্ন প্রবন্ধ ও সঙ্গীতের খবরের। আশা করি সঙ্গীত প্রেমীদের ভালো লাগবে।

 

Glive24.com, Logo, 252x68 px White

সঙ্গীত দ্বারা গীত, বাদ্য, নৃত্য এই তিনটি বিষয়ের সমাবেশকে উল্লেখ করা হয়। গীত এক ধরনের শ্রবণযোগ্য কলা যা সুসংবদ্ধ শব্দ ও নৈশব্দের সমন্বয়ে মানব চিত্তে বিনোদন সৃষ্টি করতে সক্ষম। স্বর ও ধ্বনির সমন্বয়ে গীতের সৃষ্টি। এই ধ্বনি হতে পারে মানুষের কণ্ঠ নিঃসৃত ধ্বনি, হতে পারে যন্ত্রোৎপাদিত শব্দ অথবা উভয়ের সংমিশ্রণ। কিন্তু সকল ক্ষেত্রে সুর ধ্বনির প্রধান বাহন। সুর ছাড়াও অন্য যে অনুষঙ্গ সঙ্গীতের নিয়ামক তা হলো তাল।

অর্থযুক্ত কথা, সুর ও তালের সমন্বয়ে গীত প্রকাশিত হয়। সুর ও তালের মিলিত ভাব এ বাদ্য প্রকাশিত হয়। ছন্দের সাথে দেহ ভঙ্গিমার সাহায্যে নৃত্য গঠিত।

ইতিহাস :

পাথরযুগের মানুষও সঙ্গীত গাইতো। সম্ভবত প্রথম সঙ্গীত তৈরির চেষ্টা হয়েছিল শব্দ ও ছন্দ দ্বারা প্রকৃতির সাহায্যে।

গুরুকুল লাইভ এর মূল শর্তাবলি ও যোগাযোগ:

শর্তাবলি ও যোগাযোগ

সাব-ডোমেইন সমূহ:

বিষয় ভিত্তিক ওয়েব:

 

Glive24.com, Logo, 252x68 px Dark

 

বিনোদন সংশ্লিষ্ট অন্যান্য ওয়েবসাইট:

Comments are closed.