হাসবি রাব্বি জাল্লাল্লাহ লিরিক্স বাংলা |
হাসবি রাব্বি জাল্লাল্লাহ লিরিক্স বাংলা | Hasbi Rabbi Jallallah Lyrics | গজল
গানঃ হাসবি রাব্বী জাল্লাল্লাহ
কন্ঠঃ শুমাইলা কসর
পরিচালিতঃ KCH

হাসবি রাব্বি জাল্লাল্লাহ লিরিক্স বাংলা :
হাসবি রাব্বী জাল্লাল্লাহ
মা ফী ক্বলবী গাইরুল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
লাইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
দুনিয়া কি ইনসান সবি
শিরক ও বিদআত করতি থি
রব কি থেই বান্দি ফির ভি
বুদ কি এবাদত করতি থি
দুনিয়া কি ইনসান সবি
শিরক ও বিদআত করতি থি
রব কি থেই বান্দি ফির ভি
বুদ কি এবাদত করতি থি
বুদ খান নাইন দার আয়
মেরি নবী জাব আয়ে
কাহনি লাগি মাখলোক ই খুদা
লা ইলা হা ইল্লাল্লাহ
হাসবি রাব্বী জাল্লাল্লাহ
মা ফী ক্বলবী গাইরুল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
লাইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
গুলশান কলমা পারথী হ্যায়
চিরিয়ান কলমা পারতি হ্যায়
দুনিয়া কি মাখলু সবি
জিকিরু খুদা কা করতি হ্যায়
গুলশান কলমা পারথী হ্যায়
চিরিয়ান কলমা পারতি হ্যায়
দুনিয়া কি মাখলু সবি
জিকরু খুদা কা করতি হ্যায়
কেহেতা সবি হ্যায় জিন ও বাশার
” সাজর হ্যায় কেহেতা হাজ্জার
কেহেতা হ্যায় পাতা লাপাতা
লা ইলা হা ইল্লাল্লাহ
Hasbi Rabbi Jallallah Lyrics in english
Hasbi rabbi jallallah
ma fi qalbi ghairullah
Noor Muhammad sallalla
laailaha illallah
Hasbi rabbi jallallah
ma fi qalbi ghairullah
Noor Muhammad sallalla
laailaha illallah illallah
Simte nabi Abu Jehal gaya
aqqa sy us ny ye kha
gr ho nabi batlao zara
meri muthi me hy kya ?
aqqa ka farman howa
aur fazal e rahman howa
muthi sy pather bola
la ilaha ilahaa ilallah
Hasbi rabbi jallallah
ma fi qalbi ghairullah
Noor Muhammad sallalla
laailaha illallah illallah
apni bahan sy bolly umar
ye tu bata kya karti thi ?
mery anny sy pahly kya
chupky chupky parhti thi ?
apni bahan sy bolly umar
ye tu bata kya karti thi
mery anny sy pahly kya
chpky chupky parhti thi ?
bahan ny jab quran parha
sun ky kallam e pak khuda
dill ye umar ka boll para
la ila ha ilallah
Hasbi rabbi jallallah
ma fi qalbi ghairullah
Noor Muhammad sallalla
laailaha illallah illallah
dunya ky insan sabhi
sirk o bidat karty thy
rub ky thy bandy phir bhi
but ki ebadat karty thy

গজল:
প্রাথমিক দিকে ইমাম গাযালী, মওলানা জালালুদ্দিন রুমী, হাফীজ সীরাজী, ফারুখউদ্দীন আত্তার, হাকীম শানাঈ প্রমুখ গজল লিখে বেশ নাম করেন। পরবর্তিতে আমির খসরু, মীর তাকী মীর, ইব্রাহীম জক, মীর্জা গালিব, দাগ দেলবী এবং আধুনিক কালে আল্লামা মুহাম্মদ ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ, ফিরাক গোরখপুরী গজল লেখক হিসাবে নাম করেন।
গজল ভালো গাইতে হলে ভালো ভাষা-জ্ঞান থাকা প্রয়োজন। টপ্পা ও ঠুমরির মতো গজল প্রধানত কাফি, পিলু, ঝিঝিট, খাম্বাজ, বারোয়া, ভৈরবী রাগে গাওয়া হয়। গজল গানে একটি বিশেষ আবেদন আছে, তাই এ গান শ্রোতার মনকে রসে আপ্লুত করে তোলে। গজল খুবই জনপ্রিয় গান। সম্রাট বাহাদুর শাহ জাফর, মীর্জা গালিব, দাগ, জওক, আরজু প্রমুখ অনেক কবি অজস্র সুন্দর সুন্দর গজল রচনা করে গেছেন।
সম্রাট জাহাঙ্গীর, সম্রাজ্ঞী নূরজাহান, নবাব ওয়াজেদ আলী শাহর মতো ইতিহাস-প্রসিদ্ধ ব্যক্তিদের রচিত অনেক গজল গানের সন্ধান পাওয়া যায়। বাংলা ভাষায় বেশকিছু গজল রচিত হয়েছে। কাজী নজরুল ইসলাম বাংলা গজল রচনায় পথিকৃতের ভূমিকা পালন করেন।
‘গজল’ শব্দটি আরবি থেকেই চয়িত। এ শব্দের আক্ষরিক অর্থ, প্রেমিকার সঙ্গে কথোপকথন। গজলের পরিভাষায় উল্লেখ হয়েছে, ‘তারুণ্যের পরিস্থিতি বর্ণনা করুন অথবা প্রেমাস্পদের সঙ্গে সংসর্গের উল্লেখ করুন এবং ভালোবাসার চর্চা করুন কিংবা রমণীর সঙ্গে বাক্যালাপ করুন। তাই পরিভাষায় বর্ণিত বিষয়কে অবলম্বন করে গজল রচিত গানকে ‘প্রণয়-সঙ্গীত’ বলেও চিহ্নিত করা হয়।
গজল আবার ‘কাব্য-সঙ্গীত’ নামেও পরিচিত। কারণ গজল গানে শৃঙ্গার রস যেমন মিলন আর বিরহের কথা বলে তেমনি তাতে ভক্তির কথাও উচ্চারিত হয়। দু’ধরনের ভাবের অভিব্যক্তি শৃঙ্গার রসে পরিপূর্ণতা আনে। অন্যদিকে গজল গান রচনায় যে বাণী প্রয়োগ করা হয় তাতে সব ধরনের রসের সমাবেশ দেখা যায়। ফলে গজল গান কাব্যের গুণে সমৃদ্ধ হয়ে ওঠে। তাই গজল শৃঙ্গার রসাÍক গান হলেও এক ধরনের ‘কাব্য-সঙ্গীত’।
আরও দেখুন :
- আমার ও ছিল সব একদিন লিরিক্স | Amaro Chilo Sob Ekdin lyrics | গজল | Hujaifa Islam Gojol
- মুস্তাফা মুস্তাফা আরবি গজল লিরিক্স | Mustafa Mustafa Arby Gojol Lyeics | গজল
- মায়াবন বিহারিণী গানের লিরিক্স | Mayabono Biharini Ganer Lyrics | Rabindra Sangeet
- ও পাখি পাখিরে তোরে সুদু ডাকি লিরিক্স | O pakhi pakhire tore sudu daki lyrics | Monir khan
- বাবু খাইসো লিরিক্স | Babu Khaicho Lyrics | DJ Maruf