আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া লিরিক্স | Ami chitkar kore kadite cahiya lyrics | হায়দার হোসেন

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া লিরিক্স | হায়দার পুরান ঢাকার বেগম বাজারে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এয়ারক্রাফট প্রকৌশল নিয়ে।

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া লিরিক্স | Ami chitkar kore kadite cahiya lyrics | হায়দার হোসেন

 

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া লিরিক্স | Ami chitkar kore kadite cahiya lyrics | হায়দার হোসেন

 

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া লিরিক্স :

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
আমি চিৎকার-করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার-করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার

আজও কানে ভাসে সেই কথাগুলো
কে জানে যে হবে শেষ কথা
নিয়তির ডাকে দিলি যে সাড়া
ফেলে গেলি শুধু নীরবতা
যার চলে যায় সেই বোঝে যে হায়
বিচ্ছেদে কি যন্ত্রণা
যার চলে যায় সেই বোঝে যে হায়
বিচ্ছেদে কি যন্ত্রণা

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া লিরিক্স | Ami chitkar kore kadite cahiya lyrics | হায়দার হোসেন
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া লিরিক্স | Ami chitkar kore kadite cahiya lyrics | হায়দার হোসেন

অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন
কি দিয়ে দেব সান্ত্বনা
বিধাতা তোমারে-ডাকি বারেবারে
কর তুমি মোরে মার্জনা
দুঃখ সইতে দাও গো শক্তি
তোমারি সকাশে প্রার্থনা
চাহিনা সহিতে-আমার মাটিতে
মজলুমেরই আর্তনাদ
চাহিনা সহিতে-আমার মাটিতে
মজলুমেরই আর্তনাদ

বিষাদ অনলে পুড়ে বারেবারে
লুণ্ঠিত হবে স্বপ্নসাধ
আমি চিৎকার-করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার-করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার

 

হায়দার হোসেন

হায়দার হোসেন একজন জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, গিটারবাদক এবং কী-বোর্ড বাদক। তিনি মূলত সমাজ, মানবতা ও দেশ এর প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে গান করে থাকেন। এ শিল্পীর গাওয়া ‘তিরিশ বছর পরও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ও ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গান দুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এবং ব্যাপক জনপ্রিয়।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

কর্মজীবন:

বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খান এর সঙ্গে কাজ করতেন। বর্তমানে তিনি নিজেই গানে কণ্ঠ দেন এবং পরিচালনা করেন।

আরও দেখুনঃ

Leave a Comment