ইমন চৌধুরী একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক। তিনি চিরকুট সঙ্গীতদলের গিটারবাদক, ম্যান্ডোলিন বাদক ও সঙ্গীত পরিচালক। তিনি মায়া: দ্য লস্ট মাদার চলচ্চিত্রের সঙ্গীতায়োজনের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন
ইমন নরসিংদী জেলায় বেড়ে ওঠেন। তার বাবা মতিউর রহমান চৌধুরী নরসিংদী নজরুল একাডেমির অধ্যক্ষ এবং মা হেলেনা একজন সঙ্গীতজ্ঞ। তার সঙ্গীত ও গিটারের তালিম নেওয়া শুরু হয় তার বাবার কাছ থেকে। ছোটবেলা থেকেই গিটারের প্রতি তার ভালো লাগা জন্মায়। ওই গিটার থেকে ধীরে ধীরে অন্যান্য বাদ্যযন্ত্রের প্রতিও ঝোঁক বাড়ে।পরবর্তীকালে তিনি নরসিংদীর সঞ্চয়ের কাছেও গিটার শিখেন।
ব্যক্তিগত জীবন
ইমন ২০১৫ সালের ১২ই নভেম্বর ফারজানা নীপা জেরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জেরী তার মামাতো বোন। তাদের এক কন্যা সন্তান রয়েছে।
কর্মজীবন
নরসিংদীর সন্তান ইমন চিরকুটে গীটার বাজানো ছাড়াও অন্যদের জন্য নিয়মিত সুর ও সংগীতায়োজন করেন। এ পর্যন্ত তার সুরে কয়েকটি একক ও মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে। এছাড়া তিনি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান এম রেকর্ডসের কর্ণধার।
দেশের প্রখ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে দারুণ বোঝাপড়া ইমনের। সেলিমের বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন ইমন। মুক্তির অপেক্ষায় থাকা সেলিমের ‘পাপ-পুণ্য’ সিনেমার আবহসংগীতও করেছেন ইমন। তৈরি করেছেন একাধিক গানও।
গানের সুর ও সংগীত পরিচালনা এবং জিঙ্গেল তৈরির পাশাপাশি প্রায়ই নিজস্ব আইডিয়ায় বিভিন্ন ইন্সট্রুমেন্টাল প্রকাশ করে থাকেন ইমন চৌধুরী। গত বছর ইমন তার ‘ওয়ান ম্যান ব্যান্ড’-এর যাত্রা শুরু করেন। যেখানে গিটার, ড্রামস, কিবোর্ড, ঘুঙুর, কাজু’সহ বিভিন্ন যন্ত্র বাজানোর পাশাপাশি তিনি একাই কণ্ঠ দেন।
শরাফ আহমেদ জীবনের ‘আবার তোরা সাহেব হ’ নাটকে ইমনের গাওয়া ‘প্রাণ ধরিয়া মারো টান’ বেশ জনপ্রিয়তা পায়। তবে গাওয়ার ক্ষেত্রে নিজেকে একটু আড়ালেই রাখতে পছন্দ করেন ইমন। ছোটবেলা থেকে গান শিখলেও তার ধ্যান-ধারণাজুড়ে গিটার। প্রয়াত ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুও ইমন চৌধুরীর গিটারের প্রশংসা করেছেন বিভিন্ন সময়।
পুরস্কার
২০২০: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার – মায়া: দ্য লস্ট মাদার
আরও পড়ুনঃ