একা একেলা মন লিরিক্স | Eka Ekela Mon Lyrics | Arijit Singh

ভারতীয় উপমহাদেশে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন অরিজিৎ সিং। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ৫ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে তিনি একটি বিরল রেকর্ড গড়েন, যা আগে ছিল কুমার শানুর অধীনে। প্লেব্যাক গানের জগতে তাঁর আধিপত্যের প্রমাণ মিলেছে নানান পুরস্কার ও অর্জনে। সেই ধারাবাহিকতায় অরিজিৎ সিং কন্ঠ দিয়েছেন বাংলা সিনেমা চিরদিন তুমি যে আমার ২–এর জনপ্রিয় গান “একা একেলা মন”–এ।

এই গানটির সুর করেছেন জিত্ গাঙ্গুলি, আর কথার কারিগর প্রসেন। অরিজিৎ সিংয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুহা খান। সুমিক চট্টোপাধ্যায় পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস

একা একেলা মন লিরিক্স | Eka Ekela Mon Lyrics | Arijit Singh

 

 

গানের তথ্য

Film Name: Chirodini Tumi Je Amar 2
Song Name: Eka Ekela Mon (একা একেলা মন)
Singer: Arijit Singh & Suha Khan
Music Composer: Jeet Gannguli
Lyrics: Prasen
Director: Soumik Chattopadhyay
Producer: Shree Venkatesh Films Pvt. Ltd.

একা একেলা মন লিরিক্স (Bengali Lyrics)

একা একেলা মন,
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন,
কিনেছে মন কেমন (x2)

ভাবনা তোমারই, ঘিরেছে আমায়,
কেন অকারণ
আনমনা মন কেমন,
মনমরা মন কেমন
একা একেলা মন।

ছায়া পেলে তোমার,
ছুঁয়ে গেছি তোমায়
তুমি হেঁটে গেলে
ভেঙে চুরে আমি,
বসে আছি দেখো
তুমি আসবে বলে (x2)

মুখের আদলে, কত কি যে বলে,
হারালে এখন
আনমনা মন কেমন,
মনমরা মন কেমন
একা একেলা মন।

কিছু আশা বাকি,
ভালোবাসা বাকি
আরো কত কি যে
ফিরে এসো কাছে,
কথা জমে আছে
হাজার বৃষ্টি ভিজে (x2)

আশেপাশে চলো, তবুও না বলো
হলো কি এমন
আনমনা মন কেমন,
মনমরা মন কেমন
একা একেলা মন

চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন,
কিনেছে মন কেমন
একা একেলা মন..

Eka Ekela Mon Lyrics (English Transliteration)

Eka ekla mon
Chineche mon kemon
Chineche mon kemon
Kineche mon kemon

Vabna tomari ghireche amay keno okaron
Aanmona mon kemon
Monmora mon kemon
Eka ekla mon

Chhaya pele tomar
Chuye gechi tomay
Tumi hete gele
Venge chure ami
Bose achi dekho
Tumi ashbe bole (x2)

Mukher adole koto ki je bole
Harale ekhon
Aanmona mon kemon
Monmora mon kemon
Eka ekla mon

Kichu asha baki, bhalobasha baki
Aaro koto ki je
Fire eso kache, kotha jome ache
Hajar brishti vije (x2)

Ashe pashe cholo, tobuo na bolo
Holo ki emon
Aanmona mon kemon
Monmora mon kemon

 

 

Leave a Comment