জ্বালাইয়া গেলা মনের আগুন : পুরো নাম লামিয়া ইসলাম অনন্যা। গান করে যাচ্ছেন নিজের মতো করে। গানের পাশাপাশি সামলাচ্ছেন এক গুরু দায়িত্ব। একমাত্র ছেলে আরিয়ানের যে তিনি একই সঙ্গে মা ও বাবা তিনি! খটকা লাগছে? তবে পরিস্কার করেই বলা যাক।
জ্বালাইয়া গেলা মনের আগুন | Jalaiya Gela Moner Agun Lyrics | Lamiya Islam Ananna
singer : Lamiya Islam Ananna

জালাইয়া গেলা মনের আগুন লিরিক্স

jalaiya gela moner agun lyrics in english

সংগ্রামী নারী কণ্ঠশিল্পী অনন্যা:
অনন্যা, পুরো নাম লামিয়া ইসলাম অনন্যা। গান করে যাচ্ছেন নিজের মতো করে। গানের পাশাপাশি সামলাচ্ছেন এক গুরু দায়িত্ব। একমাত্র ছেলে আরিয়ানের যে তিনি একই সঙ্গে মা ও বাবা তিনি! খটকা লাগছে? তবে পরিস্কার করেই বলা যাক। কণ্ঠশিল্পী, এই পরিচয়ের পাশাপাশি অনন্যার আরও একটি পরিচয় আছে। তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সঙ্গীতপরিচালক আরফিন রুমির সাবেক স্ত্রী। তবে এখন এই এই পরিচয়ে নিজেকে পরিচয় দিতে কড়া আপত্তি তার। এখন তিনি শুধু একটি পরিচয়েই নিজেকে পরিচিত করতে চান তা হল একজন আদর্শ মা। পাশাপাশি একজন কণ্ঠশিল্পী।
রুমির সঙ্গে অনন্যার ঘর ভেঙেছে তা কয়েক বছর হল। এরপর থেকে ছেলে আরিয়ানকে নিয়ে নিজের মায়ের সঙ্গেই থাকছেন তিনি। একজন সন্তানের বড় করতে মা-বাবা দুজনেরই সমান অবদান প্রয়োজন। কিন্তু অনন্যা একা কিভাবে সবকিছু সামলে নিচ্ছেন? জানতে চাইলে অনন্যা বিস্ময়ের সঙ্গে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘একা কোথায়! আমার মা আছে, বোন আছে। সবাই মিলেই বড় করছি আরিয়ানকে। ও এখন স্কুলে ভর্তি হয়েছে। সকাল বেলা মা-ই ওকে স্কুলে দিয়ে আসে। আমি কিংবা আমার বোন গিয়ে স্কুল থেকে নিয়ে আসি। সারাদিন আমরা তিনজন মিলে ওকে আগলে রাখি। সুতরাং তেমন কোন সমস্যাই হচ্ছে না।’
আরও দেখুনঃ
- আমি তোমাকে আরো লিরিক্স। Ami tomake aro lyrics | Habib wahid
- ভেতর ও বাহিরে লিরিক্স | Vhetor o bahire lyrics | Rudra mohammad sahidullah
- নিশ্বাস আমার লিরিক্স। Nissas amar lyrics | S I Tutul
- নীল নীল চোখ লিরিক্স | Nil Nil Chokh Lyrics | Andrew Kishore
- মন বোঝেনা লিরিক্স | Mon Bojhena Lyrics | Arijit Singh