GLive Music | সঙ্গীত জিলাইভ | truth alone triumphs

তানভীর তারেক | বাঙালি সুরকার ও সঙ্গীতশিল্পী

তানভীর তারেক | বাঙালি সুরকার ও সঙ্গীতশিল্পী

তানভীর তারেক | বাঙালি সুরকার ও সঙ্গীতশিল্পী

তানভীর তারেক একজন বাংলাদেশী সুরকার ও সঙ্গীতশিল্পী। তিনি মায়া: দ্য লস্ট মাদার চলচ্চিত্রের “আমার মায়ের আঁচল” গানের সুরায়োজনের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

জন্ম ও কর্মজীবন

জন্ম ৫ আগস্ট ১৯৮০ সালে পাবনা ইশ্বরদীতে। সাংবাদিক হিসেবে পেশা জীবন শুরু করেন দৈনিক ভোরের কাগজ পত্রিকায়। এরপর তিনি দৈনিক ইত্তেফাক, যুগান্তর, প্রথম আলো ও আমার দেশ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন রেডিও এবং টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। বাংলাদেশ শোবিজে মিউজিক কম্পোজিশন ও গীতিকার হিসেবেও খ্যাতি রয়েছে বহুমূখী প্রতিভা অধিকারী এই গুণী সাংবাদিকের।

সঙ্গীত জীবন

তানভীর তারেক ২০০৩ সাল থেকে গান রচনা ও সুরায়োজনের সাথে জড়িত। ২০০৮ সালে তার গীত, সুর ও সঙ্গীতে আইয়ুব বাচ্চু ও ফাহমিদা নবী “তোমার জন্য ভালোবাসা” গানে কণ্ঠ দেন। ১০ বছর পর ২০১৮ সালে তিনি নিজে এবং নাজু আখন্দ একই গানের কিছুটা পরিবর্তিত সুরে এই গানে কণ্ঠ দেন। সেলিব্রেটি সাউন্ডল্যাব স্টুডিওতে গানটি ধারণ করা হয়। আনজাম মাসুদের ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর জন্য গানটি ধারণ করা হয়।

২০১৩ সালে তানভীর তারেকের সঙ্গীতায়োজনে “তোমাকে ভাবতে পারি বলে” গানে কণ্ঠ দেন দিপু ও ঝিলিক। গানটি লিখেছেন শামিমা জামান। তিনি মায়া: দ্য লস্ট মাদার চলচ্চিত্রের গানের সুরায়োজন করেন। এই চলচ্চিত্রের “আমার মায়ের আঁচল” গানের জন্য তিনি শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

২০২০ সালের মে মাসে তার সুরে প্রকাশিত হয় সুবীর নন্দীর মরণোত্তর প্রথম গান “দূরের মানুষ”। গানটি লিখেছেন কবির বকুল।

তিনি এটিএন নিউজের মধ্যরাতের শো ইয়াং নাইট লাভবক্স উপস্থাপনা করেন।

দেশবরেণ্য নির্মাতা-অভিনেতা আফজাল হোসেনের সিনেমা ‘মানিকের লালকাঁকড়া’র সংগীত পরিচালনা করলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানভীর তারেক। একইসঙ্গে চলচ্চিত্রের গানে ও দৃশ্যায়নে একজন মিউজিশিয়ানের চরিত্রেও তাকে দেখা যাবে!

পুরস্কার

আরও পড়ুনঃ

Exit mobile version