মেহেরবান লিরিক্স | Meherbaan Lyrics | আহমেদ হুমায়ুন | Bangla Kawali Song

মেহেরবান লিরিক্স |  মেহেরবান বাংলা কাওয়ালি গানটি গেয়েছেন নোবেল ম্যান। গানটির সুর দিয়েছেন আহমেদ রিসভি। খোদা তুমি বড় মেহেরবান গানের লিরিক্স লিখেছেন আহমেদ হুমায়ুন।

মেহেরবান লিরিক্স | Meherbaan Lyrics | আহমেদ হুমায়ুন | Bangla Kawali Song

Song : Meherbaan
Singer : Noble Man
Lyrics : Ahmed Risvy
Tune & Composition : Ahmmed Humayun
Director : Shahrear Polock
মেহেরবান লিরিক্স | Meherbaan Lyrics | আহমেদ হুমায়ুন | Bangla Kawali Song

মেহেরবান লিরিক্স :

খোদা তুমি বড় মেহেরবান
তুমি মোর রহিম রহমান,
খোদা তুমি বড় মেহেরবান
তুমি মোর রহিম রহমান,
জানি না কোথায় পাবো পথেরই দেখা
শুধু কি ভাগ্যে আছে দুঃখ লেখা,
আছি খোদা দাঁড়িয়ে, তোমারই দুয়ারে
ফিরিয়ে দিও না তুমি আমারে।
তোমার ওই নূরের আলোতে
কেটে যাবে আধাঁরের ঘোর,
তুমি পারো শুধু দিতে
পৃথিবীতে নতুন এক ভোর।।
তোমারই করি আরাধনা
তোমাতেই চাই আশ্রয়,
তোমারই নামের রহমতে
ঘুচে যায় সব সংশয়,
দোজাহানের মালিক তুমি
শ্রেষ্ঠ তুমি ইয়া আল্লাহ্‌ ..
তোমার ঐ নূরের আলোতে
কেটে যাবে আধাঁরের ঘোর,
তুমি পারো শুধু দিতে
পৃথিবীতে নতুন এক ভোর।।
তুমি আছো হৃদয়ে, তুমি বিশ্বাসে
তোমাকেই জপি আমি প্রতি নিঃশ্বাসে,
চাঁদ-ফুল-তারা-নদী-মাটি জ্বলে ঘাসে
যেখানেই চোখ যায় তুমি আছো মিশে।
ইয়া রা’ব্বা.. ইয়া মাওলা..
ক্ষমা চাই দিও ঠাঁই
তোমার দরবারে।
তোমার ওই নূরের আলোতে
কেটে যাবে আধাঁরের ঘোর,
তুমি পারো শুধু দিতে
পৃথিবীতে নতুন এক ভোর।।
মেহেরবান লিরিক্স | Meherbaan Lyrics | আহমেদ হুমায়ুন | Bangla Kawali Song

Meherbaan Lyrics:

Khoda tumi boro meherban
Tumi mor rohim rahman
Janina kothay pabo potheri dekha
Shudhu ki bhagge ache dukkho lekha
Achi khoda dariye tomari duyare
Firiye diyo na tumi amare
Tomar oi nurer aalote
Kete jabe andharer ghor
Tumi paro shudhu dite
Prithibite notun ek bhor

জীবনীঃ

জন্ম ও শৈশবঃ 

হুমায়ূন আহমেদ ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহুকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। তার পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পিরোজপুর মহকুমার উপ-বিভাগীয় পুলিশ অফিসার (এসডিপিও) হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন। তার বাবা সাহিত্যনুরাগী মানুষ ছিলেন। তিনি পত্র-পত্রিকায় লেখালেখি করতেন। বগুড়া থাকার সময় তিনি একটি গ্রন্থও প্রকাশ করেছিলেন, গ্রন্থের নাম দ্বীপ নেভা যার ঘরে।

তার মা’র লেখালেখির অভ্যাস না থাকলেও শেষ জীবনে একটি আত্মজীবনী গ্রন্থ রচনা করেছেন যার নাম জীবন যে রকম। পরিবারে সাহিত্যমনস্ক আবহাওয়া ছিল। তার অনুজ মুহম্মদ জাফর ইকবাল দেশের একজন শিক্ষাবিদ এবং কথাসাহিত্যিক; সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবীব রম্য সাহিত্যিক এবং কার্টুনিস্ট। তার তিন বোন হলেন সুফিয়া হায়দার, মমতাজ শহিদ, ও রোকসানা আহমেদ।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

তার রচিত আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে জানা যায় যে ছোটকালে হুমায়ূন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান; ডাকনাম কাজল। তার পিতা (ফয়জুর রহমান) নিজের নামের সাথে মিল রেখে ছেলের নাম রাখেন শামসুর রহমান। পরবর্তীতে আবার তিনি নিজেই ছেলের নাম পরিবর্তন করে ‌হুমায়ূন আহমেদ রাখেন। হুমায়ূন আহমেদের ভাষায়, তার পিতা ছেলে-মেয়েদের নাম পরিবর্তন করতে পছন্দ করতেন। তার ছোট ভাই মুহম্মদ জাফর ইকবালের নাম আগে ছিল বাবুল এবং ছোটবোন সুফিয়ার নাম ছিল শেফালি। ১৯৬২-৬৪ সালে চট্টগ্রামে থাকাকালে হুমায়ুন আহমেদের নাম ছিল বাচ্চু।

তার দাদা আজিমুদ্দিন আহমেদের বাবার নাম জাঙ্গির মুনশি। জাঙ্গির মুনশির এলাকায় পীরসাহেব হিসেবে খ্যাতি ছিল। তার দাদার বাড়ি মৌলভী বাড়ি নামে পরিচিত ছিল। তার বড় মামা ফজলুল করিমের কাছ থেকে তিনি ছবি আঁকা শেখেন।

আরও দেখুনঃ

Leave a Comment