নিশ্বাস আমার লিরিক্স। Nissas amar lyrics | S I Tutul

নিশ্বাস আমার লিরিক্স,

গানটি গেয়েছেন এস আই টুটুল । এস আই টুটুল একজন বাংলাদেশী গায়ক, সুরকার, গীতিকার ও অভিনয়শিল্পী। তিনি ধ্রুবতারা ব্যান্ড এ লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন।

 

নিশ্বাস আমার লিরিক্স। Nissas amar lyrics | S I Tutul

singer : s i tutul 

নিশ্বাস আমার তুমি লিরিক্স । nissas amar tumi lyrics | s i tutul

 

নিশ্বাস আমার তুমি লিরিক্স

 

ও… প্রিয়া ও… প্রিয়া
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া।
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া!
কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি?
যেওনা দূরে, থাক কাছাকাছি।
তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া!
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া।

নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া।
প্রিয়া আমার প্রিয়া।জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে,
এখন বাঁচাও তুমি ভালবেসে আমাকে।
শূন্য আমার এই ভূবন,
যদি তোমায় না পায় এ মন!
ধ্বংস করব সব কিছু,
ছাড়বো না তোমার পিছু।
যতই দূরে যাও প্রিয়া,
যেন তুমি নাও প্রিয়া।
ওওহওওহহওও
তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া!
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া।
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া!তোমার অপেক্ষাতে রব আমি দাঁড়িয়ে,
প্রাণের প্রিয়া তুমি যেওনাত হরিয়ে।
স্বপ্ন তুমি দেখালে,
বাঁচতে আমায় শেখালে।
জ্বলছে আগুন এই মনে,
আঁধার দেখি নয়নে!
তোমায় ছাড়া ও প্রিয়া,
দিশেহারা ও প্রিয়া!
ওওহওওহহওও
তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া!
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া।
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া!
কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি?
যেওনা দূরে, থাক কাছাকাছি।
তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া!
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া।
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া।
প্রিয়া আমার প্রিয়া।

 

নিশ্বাস আমার তুমি লিরিক্স । nissas amar tumi lyrics | s i tutul

 

এস আই টুটুল:

এস আই টুটুল একজন বাংলাদেশী গায়ক, সুরকার, গীতিকার ও অভিনয়শিল্পী। এস আই টুটুল ধ্রুবতারা ব্যান্ড এ লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। তিনি আইয়ুব বাচ্চুর সাথে দীর্ঘদিন কাজ করেছেন। মূলত আইয়ুব বাচ্চু তার বড় ভাইয়ের বন্ধু ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

শৈশব থেকেই টুটুল নিজেকে সঙ্গীতে নিয়োজিত রেখেছেন এবং সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। যদিও তিনি পিয়ানোর উপর প্রশিক্ষণ নিয়েছেন তবুও তিনি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন। টুটুল নিজেই একজন শব্দ প্রকৌশলী। টুটুল মূলত এল আর বি ব্যান্ড এর একজন সদস্য ছিলেন[১]। পরবর্তীতে তিনি ফেস টু ফেস নামে একটি ব্যান্ড দল গঠন করেন যা ২০০৫ সালে ধ্রুবতারা ব্যান্ড নামে আত্মপ্রকাশ করে।

দারুচিনি দ্বীপ নামক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য তিনি ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র সেরা সঙ্গীত পরিচালকের এবং ২০১০ সালে সেরা প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভূষিত হন (ভালবাসলেই ঘর বাধা যায় না) চলচ্চিত্রে।

২০১৫ সালে আবারও দুইটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন (বাপ জানের বায়োস্কোপ) চলচ্চিত্রে সেরা প্লেব্যাক সংগীত শিল্পী ও সেরা সুরকার হিসাবে তিনি ভারতের চেন্নাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিরন্তর চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালক হিসেবে ২০০৬ সালে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

১৯৯৯ সালে টুটুল বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল তানিয়া আহমেদ এর সাধে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তাকে ডিভোর্স দেন এবং আমেরিকা প্রবাসী উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেন।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment