খোদার কসম জান লিরিক্স | Khudar kasom jaan lyrics | Kabir Suman | Jaatishwar

খোদার কসম জান লিরিক্স | কবীর সুমন (জন্ম: ১৬ মার্চ ১৯৪৯) একজন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সংসদ সদস্য। তার পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তার পুরনো নাম পরিত্যাগ করেন।

খোদার কসম জান লিরিক্স | Khudar kasom jaan lyrics | Kabir Suman | Jaatishwar

Movie Name – Jaatishwar
Singer – Kabir Suman
Music & Lyricist – Kabir Suman
Star Cast – Prasenjit Chatterjee, Swastika Mukherjee,
Jisshu Sengupta, Abir Chatterjee And Others
Music Label – T-Series

খোদার কসম জান লিরিক্স | Khudar kasom jaan lyrics | Kabir Suman | Jaatishwar

খোদার কসম জান লিরিক্স :

প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি
অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়।

ফড়িং-এর উড়ে যাওয়া, ডানায় রংধনুর নীল
জন্মে জন্মে দেখা দুপুর আকাশে একা চিল
তারই মতো ভেসে যাওয়া চুপিসারে দুখানি ডানায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়।

গির্জার ঘণ্টায় মিলে যাওয়া দূরের আজান
প্রতি আহ্বানে খোঁজা তোমার যোগ্য কোনও গান
যে গানে শ্যামের সুর রাধিকার বিরহে মানায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়।

তোমাকেই বাজী ধরা বোকা প্রেমে যে অহংকার
কানে কানে কেঁদে মরা ব্যর্থ হয়েছে অভিসার
তোমায় খুঁজেছি তবু কী আদিম বাঁচার নেশায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়।

এখন আবার দেখা, আবার তোমার চোখে জল
কত জন্মের চেনা, তুমি একই আছো অবিকল
আয়নায় দেখো মুখ মহাকাল যেখানে ঘনায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

Khudar kasam jaan Lyrics :

Prothom aloy fera, Andhar periye eshe ami
Achena nodir shrote
Chena chena ghat dekhe naami..
Chena tobu chena noy
E vabei shrot boye jay
Khudar kasam jaan
Ami valobesechi tomay

Foring-er urey jawa
Danay rongdhonur niil…
Jonme jonme dekh
Dupur akashe eka chil..
Tari moto veshey jawa
Chupi-share dukhani danay
Khudar kasam jaan
Ami valobesechi tomay

Girjar ghhontay, mile jawa bhorer aajan
Proti aohane khoja tomar joggo kono gaan
Je gaane shyam-er shur
Radhikar birohey manay
Khudar kasam jaan
Ami valobesechi tomay

Tomake baaji dhora,
boka preme je ahankar..
Gaane gaane kede mora
Bertho hoyeche abhishaar…
Tomay khujechi sudhu
Kiyadin banchar neshay
Khudar kasam jaan
Ami valobesechi tomay

Ekhon abar dekha
Abar tomar chokhe jol
Koto jonmer chena
Tumi acho eki obikaal..
Aynay dekho mukh
Mohakaal jekhane ghonay

Khudar kasam jaan
Ami valobesechi tomay [x2]

কবীর সুমন এরঃ

কবীর সুমন (জন্ম: ১৬ মার্চ ১৯৪৯) একজন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সংসদ সদস্য। তার পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তার পুরনো নাম পরিত্যাগ করেন। সুমন একজন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক। ১৯৯২ সালে তার তোমাকে চাই অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো।

সঙ্গীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয়ের ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা এবং হারবার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের রূপদানকারী।

খোদার কসম জান লিরিক্স | Khudar kasom jaan lyrics | Kabir Suman | Jaatishwar

বিশিষ্ট বাংলাদেশি গায়িকা সাবিনা ইয়াসমিন তার বর্তমান সহধর্মিনী। নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে তার আবির্ভাব ঘটে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়লাভ করে উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।

প্রারম্ভিক জীবনঃ

সুমন বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে ১৯৪৯ সালের ১৬ মার্চ উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তার পিতা সুধীন্দ্রনাথ এবং মা উমা চট্টোপাধ্যায় তিনি। খুব অল্প বয়সেই বাবার তত্ত্বাবধানে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। আচার্য কালীপদ দাস ও চিন্ময় লাহিড়ী তাকে খেয়াল শিখিয়েছিলেন। তিনি কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ স্নাতক লাভ করেন এবং ফরাসি ভাষা ও জার্মান ভাষায় ডিপ্লোমা করেন।

 

আরও দেখুনঃ

Leave a Comment