তাওহিদেরই মুর্শিদ আমার লিরিক্স | Tawhider E Murshid Lyrics | Mahtim Shakib | Nazrul Geeti

তাওহিদেরই মুর্শিদ আমার লিরিক্স | কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

তাওহিদেরই মুর্শিদ আমার লিরিক্স | Tawhider E Murshid Lyrics | Mahtim Shakib | Nazrul Geeti

Original Credit :
Cover by : Mahtim Shakib
Re Arrangement : Sharif Sumon Ghuddy & RiZvi AdIt
Mix And Master : Sharif Sumon Ghuddy
Cinematographer : Parbot Raihan
Video Editing : Rafsaan Chowdhury
Lyrical Video : Md. Arman
Studio : STUDIO SOUNDHACKER
Visual : Welkin Films

 

তাওহিদেরই মুর্শিদ আমার লিরিক্স | Tawhider E Murshid Lyrics | Mahtim Shakib | Nazrul Geeti

তাওহিদেরই মুর্শিদ আমার লিরিক্স :

তাওহীদের-ই মুর্শিদ আমার,
মোহাম্মদের নাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।
ওই নাম জপলেই বুঝতে পাবি
খোদায়ি কালাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।

ওই নাম এর যে রশি ধরে
যাই আল্লার পথে,
ওই নাম এর যে ভেলায় চড়ে
ভাসি নূর এর স্রোতে।
ওই নাম এর বাতি জেলে দেখি,
আরশের মোকাম,
মুর্শিদ, মোহাম্মদের নাম।

তাওহীদের-ই মুর্শিদ আমার,
মোহাম্মদের নাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।

ওই নামের দামান ধরে আছি
আমার কিসের ভয়,
আমার কিসের ভয়।
ওই নামের গুনে পাবো আমি
খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়।
তার কদম মুবারক যে আমার,
বেহেস্তী তানযান,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম
মুর্শিদ, মোহাম্মদের নাম।

তাওহীদের-ই মুর্শিদ আমার,
মোহাম্মদের নাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।

তাওহিদেরই মুর্শিদ আমার লিরিক্স | Tawhider E Murshid Lyrics | Mahtim Shakib | Nazrul Geeti

Tawhider E Murshid Lyrics :

Tawhider E Murshid Amar
Mahammad Er Naam
Murshid Mahammad Er Nam
Oi naam joplei bujhtei pabi
Khodayi kalam Mursid Mahammad Er Nam
Oi naamer je roshi dhore
jai allahar pothe
Oi namer je bhelay chore
vashi nurer srotey
Oi naamer bati jwele dekhi arsher mokam

জন্ম ও প্রাথমিক জীবন :

১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম।

নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল “দুখু মিয়া”। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। মক্তবে (মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুল) কুরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। ১৯০৮ সালে তার পিতার মৃত্যু হয়, তখন তার বয়স মাত্র নয় বছর।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব-অনটনের কারণে তার শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র দশ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাকে। এসময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। একই সাথে হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াযযিন (আযান দাতা) হিসেবে কাজ শুরু করেন। এইসব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সেই ইসলামের মৌলিক আচার-অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে। তিনিই বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা যায়।

আরও দেখুনঃ

Leave a Comment