আমার কাছে তুমি অন্যরকম লিরিক্স | Amar Kache Tumi Onnorokom Lyrics | ইমরান মাহমুদুল

আমার কাছে তুমি অন্যরকম লিরিক্স | ইমরান মাহমুদুল হচ্ছেন একজন বাংলাদেশী গীতিকার ও নেপথ্য গায়ক, যিনি অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন। তিনি ২০০৮ চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়েছিলেন

আমার কাছে তুমি অন্যরকম লিরিক্স | Amar Kache Tumi Onnorokom Lyrics | ইমরান মাহমুদুল

Song : Amar Kache Tumi Onnorokom
Vocal & Music : Imran Mahmudul
Lyrics: Mehedi Hasan Limon
Tune: Nazir Mahamud
Label: Central Music and Video [CMV]

 

আমার কাছে তুমি অন্যরকম লিরিক্স | Amar Kache Tumi Onnorokom Lyrics | ইমরান মাহমুদুল

আমার কাছে তুমি অন্যরকম লিরিক্স:

বোঝাতে পারিনা তোমায় আমি
কতটা ভালোবাসি
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া  আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

তোমার হাসি খুশি তে সাজাই
আনমনে ইচ্ছে মতো
তুমি ছাড়া বোঝেনা কিছুই মন আমার সেতো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া  আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

কোনো কিছুই লাগে না ভালো
এমন তোমার মতো
আমি ছাড়া বাসবে কে আর তোমায় এতো ভালো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া  আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

আমার কাছে তুমি অন্যরকম লিরিক্স | Amar Kache Tumi Onnorokom Lyrics | ইমরান মাহমুদুল

Amar Kache Tumi Onnorokom Lyrics :

Bojhate parina tomay ami
Koto ta valobashi
Tumi amar obuj adore golpe sajano baayna
Ami jani tumio jano
E maya aar keu bojhe na

Amar Kache Tumi Onnorokom
Bhalobashi beshi prokash kori kom

Tomar haasi khushi te sajai
Aanmone icche moto
Tumi chara bojhena kichui mon amar seto
Kono kichui laage na valo
Emon tomar moto
Ami chara bashbe ke aar tomay eto valo

 

প্রারম্ভিক জীবন:

ইমরান আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। চ্যানেল আই সেরা কন্ঠ-২০০৮ এর জন্য তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

কর্মজীবন:

২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে “ভালবাসার লাল গোলাপ” চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি আরও “চ্যানেল আই সেরাকন্ঠ” এর আরেকজন প্রতিযোগী “শারমিন” এর সঙ্গে “রংধনু” নামের একটি মিশ্র অ্যালবামে গান পরিবেশন করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে “স্বপ্নলোকে” যেটি রচনা করেছেন আরেফিন রুমি, মাহমুদ সানি এবং তিনি নিজে। সাবিনা ইয়াসমিন, নিজু, এবং সাবরিনা পড়শী ও তারসঙ্গে এই অ্যালবামে কাজ করেছেন .

আরও দেখুনঃ

Leave a Comment