তুমি এতো সহজে ভুলতে পারো লিরিক্স | Tumi Eto Sohoje Vulte Paro Lyrics | অবস্থান | Eather

তুমি এতো সহজে ভুলতে পারো লিরিক্স | বাংলাদেশে ব্যান্ড সংগীতের সূত্রপাত ঘটে আজম খান (মুক্তিযোদ্ধা মাহবুবুল হক আজম) এর হাত ধরে। ব্যান্ড বলতে বাংলাদেশে প্রচলিত রক ঘরনার সঙ্গীত ব্যান্ড বোঝায়। মুক্তিযুদ্ধের সময়ে তার গাওয়া পপ সংগীত সৈনিকদের উজ্জীবিত করতো। তার সেই পপ সংগীত থেকেই একটু একটু করে গড়ে উঠেছিল ব্যান্ড সংগীত। আজম খানের হাত ধরে শুরু হয়ে ৮০’র দশক পর্যন্ত রক ঘরনার ব্যান্ডের ব্যাপক বিস্তৃতি লাভ করে।

তুমি এতো সহজে ভুলতে পারো লিরিক্স | Tumi Eto Sohoje Vulte Paro Lyrics | অবস্থান | Eather

Singer : Eather

Music : Eather

Lyric : Eather

Label : Highway

Language : Bangla

 

তুমি এতো সহজে ভুলতে পারো লিরিক্স | Tumi Eto Sohoje Vulte Paro Lyrics | অবস্থান | Eather

 

তুমি এতো সহজে ভুলতে পারো লিরিক্স :

তুমি সাইকেল চালানো শিখবে তাই-

আমি আজো সাইকেলে ঘুরে বেড়াই-

শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলেনা..

 

তুমি কবিতাগুলো পড়বে তাই

আমি আজো রাত জেগে ছন্দ সাজাই-

রাত শেষে শুধু ভোর ফিরে আসে না..

আমি তোমাকে বুঝিয়ে দেবোই তাই-

ব্যাগে আজো রাখি পিজিক্স বই-

শুধু তুমি নেই তাই বইটা খুলি না..

তুমি ছুঁড়ে ফেলে দিবে এই ভয়ে-

আমি সিগারেট আজো লুকিয়ে শুধু-

এখন তো কেউ বারণ আর করে না..

তুমি এতো সহজে ভুলতে পারো-

অন্য কাউকে জড়িয়ে ধরো-

আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..

আজ অবাক লাগে তোমায় দেখে-

আমায় আজ তোমার অচেনা লাগে-

এতো ভালো অভিনয় কেনো জানিনা..

তুমি চশমাটা খুলে রাখবে তাই-

আমি আজো ভুল করে পেছনে তাকাই-

শুধু কালো ওই চোখ দুটো দেখিনা..

আমি আজো আনমনে হারিয়ে যাই-

তাই ভুল করে এই হাতটা বাড়াই-

শুধু তোমার কোমল ছোঁয়া মেলেনা..

তুমি লিখবে আমায় এই ভেবে

আমি আজো করি অপেক্ষা

তবে অপেক্ষার শেষ কবে জানিনা..

তুমি ভাবনা আজ আমায় নিয়ে

আমি স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু-

নতুন করে স্বপ্ন দেখিনা..

তুমি এতো সহজে ভুলতে পারো-

অন্য কাউকে জড়িয়ে ধরো-

 

আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..

আজ অবাক লাগে তোমায় দেখে-

আমায় আজ তোমার অচেনা লাগে-

এতো ভালো অভিনয় কেনো জানিনা..

তুমি এতো সহজে ভুলতে পারো..

আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..

অচেনা তুমি কিভাবে করো চেনা ওই মুখটাকে-

অবাক লাগে কি বিবেক তোমার..

তুমি ভাবনা আজ আমায় নিয়ে

আমি স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু-

নতুন করে…..

 

তুমি এতো সহজে ভুলতে পারো লিরিক্স | Tumi Eto Sohoje Vulte Paro Lyrics | অবস্থান | Eather

 

Obosthan Song Lyrics in Banglish (English)

Tumi cycle chalano shikhbe tai

Ami ajjo cycle e ghure berai

Shudhu cholonay Tomar chowa mele na

Tumi kobita gulo porbe tai

Ami ajjo raat jege chondo shajay

Raat sheshe shudhu bhor fire ashe na

Ami tomake bujhiye deboi tai

Bag e ajo rakhi physics booi

Shudhu tumi nei tai boi ta khuli na

Tumi chure fele dibe ei bhoye

Ami ciggerate ajo lukiye shudhu

Ekhon to kew baron ar kore na….

Tumi eto shohojei bhulte paro

Onno lauke joriye dhoro

Ami keno shodho bhule jete pari na

 

Aaj obak lage tomay dekhe

Amay aaj tomar ochena lage

Eto bhalo obhinoy keno jaani na..

Tumi chosmata khule rakhbe tai

Ami ajo bhul kore pechone takai

Sudhu kalo oi chokh dutu dekhina…

Ami ajo anmone hariye jai

Tai blul kore ei hat ta barai

Sudhu tumar komol chowa melena…

Tumi likhbe amay ei bhebe

Ami ajo kori opekha

Tobe opekhar shesh boke janina

Tumi bhabona aaj amay niye

Ami smriti golokei joriye shodho

Notun kore shopno dekhina

Tumi eto shohojei bhulte paro

Onno lauke joriye dhoro

Ami keno shodho bhule jete pari na

Aaj obak lage tomay dekhe

Amay aaj tomar ochena lage

Eto bhalo obhinoy keno jaani na..

Tumi eto shohojei bhulte paro

Ami keno shodho bhole jete parina

Ochena tumi kibhabevkoro chena oi mokhtake

Obak lage ki bibek tomar

Tumi bhabona aaj amay niye

Ami smriti golokei joriye shodho

Notun kore…

 

ইতিহাস

পূর্ব পাকিস্তান আমল

ব্রিটিশ আমল থেকেই ঢাকার বিভিন্ন হোটেল ও নবাব পরিবারের আমন্ত্রণে ব্রিটিশ ব্যান্ড ও সঙ্গীত তারকাদের ঢাকায় গান পরিবেশনের খবর পাওয়া যায়। পাক-ভারত বিভক্তির পরে ১৯৬৩ সালের ১৮ মার্চ ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম ব্যান্ড ধাঁচের গানের খবর পাওয়া যায়। সেই অনুষ্ঠানে ১৭ বছর বয়সী কিশোর টেলফার জনসন গিটার বাজার আর ক্লিফ রিচার্ডের গান পরিবেশন করেন।

একই স্কুলের নবম শ্রেণীতে পড়ূয়া ফজলে রব, আলমগীর (পরবর্তীকালে বাংলাদেশ ও পাকিস্তানের জনপ্রিয় গায়ক), রফিক ও সাব্বির ব্যান্ড দল গঠন করেন। বলা হয়, তাদের হাতেই জন্ম নেয় বাংলাদেশের প্রথম ব্যান্ড আইওলাইটস। হোটেল শাহবাগ ও ঢাকা ক্লাবে নিয়মিত পারফর্ম করে ব্যান্ড দলটি। ১৯৬৫ সালে প্রথম ব্যান্ড হিসেবে টিভিতেও পারফর্ম করে ব্যান্ডটি। আইওলাইটসের সমকালীন আরেকটি ব্যান্ডের জন্ম চট্টগ্রামে।

নাম জিংগা শিল্পগোষ্ঠী। সঙ্গীতবোদ্ধা ও ইতিহাস রচয়িতাদের মতে ‘জিংগা’ একটি পারিবারিক ঘরানার ব্যান্ড। কারও কারও মতে, এটি বাংলাদেশের প্রথম ব্যান্ড। এমনকি ইন্টারনেট ও কোনো কোনো ইতিহাস রচয়িতাও জিংগাকে এ দেশের প্রথম ব্যান্ড বলে থাকেন। তবে জিংগাকে দেশের প্রথম ব্যান্ড বলার বিশেষ কোনো তথ্য-প্রমাণ মেলে না। এ দলের গায়ক ওমর খালেদ রুমী পরবর্তীকালে আরেকটি ব্যান্ডের হয়ে বাংলায় গান করা শুরু করেন।

সে বিচারে বলা যায়, তিনিই প্রথম বাংলা গানের ব্যান্ডশিল্পী। জিংগার পর চট্টগ্রামে জন্ম নেয় আরেক ব্যান্ড লাইটনিংস। ১৯৬৭ সালে ফরিদ রশীদ, নিওম্যান্ডেজ, নোয়েল ও শাকিল গড়ে তোলেন লাইটনিংস ব্যান্ডটি। তাদের সঙ্গে পাল্লা দিয়ে মাহমুদ, তোতা, চিত্রনায়ক জাফর ইকবাল ও ফারুক মিলে ব্যান্ড গঠন করেন র‌্যাম্বলিং স্টোনস। দুটি ব্যান্ডই তৎকালীন পূর্ব পাকিস্তানে বিপুল জনপ্রিয়তা পায়। একই বছরে গঠিত হয় উইন্ডি সাইট অব কেয়ার ব্যান্ড।

১৯৬৮ সালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে আইওলাইটস, উইন্ডিসাইট অব কেয়ার, র‌্যাম্বলিং স্টোনস ও লাইটনিংস একটি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ব্যান্ড নির্বাচিত হয় উইন্ডি সাইট অব কেয়ার। এ ব্যান্ডগুলোর পাশাপাশি ১৯৬৬ সালে নারায়ণগঞ্জে জন্ম নেওয়া ‘বকলম’ ব্যান্ডটি বেশ জনপ্রিয়তা পায়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠা পায় ফায়ার অ্যান্ড আইস ব্যান্ডটি। ১৯৬৯ সালে প্রথম ভাঙনের কবলে পড়ে র‌্যাম্বলিং স্টোনস। এ ব্যান্ডের সদস্যরা আলাদা হয়ে গিয়ে তৈরি করে নতুন ব্যান্ড ‘টাইম গো মোশন’। এরপরই দেশের প্রথম ব্যান্ড আইওলাইটসের ভাঙন ধরে। ড্রামার সাব্বির এবং রিদম গিটারিস্ট রফিক ব্যান্ড ছেড়ে দেওয়ায় এটি ভেঙে যায়।

আরও দেখুন :

Leave a Comment